সম্প্রতি গ্যাস সিলিন্ডারের সংযোগের সাথে আধার সংযুক্তিকরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই নিয়ে জল্পনা তুঙ্গে। নতুন বছরে গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকি পাওয়া নিয়েও মানুষের মনে সংশয় রয়েছে। এরই মাঝে জানা গিয়েছে, চিন্তার আপাতত কোনও কারণ নেই। এই বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। বিগত কয়েকদিন ধরেই আধার লিঙ্ক করাতে গিয়ে বা বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে গিয়ে অনেক গ্যাস গ্রাহকই সমস্যায় পড়ছেন। বিনামূল্যে এই কাজ করার কথা থাকলেও ডিলাররা বাধ্যতামূলক ভাবে চার্জ নিচ্ছেন অনেক জায়গাতে। অনেক জায়গায় আবার জোর করে সুরক্ষা পাইপ কেনানো হচ্ছে। এই সব অভিযোগের মাঝে ইন্ডিয়ান অয়েল ইতিমধ্যেই চালু করেছে একটি টোল ফ্রি নম্বর। সেখানে ফোন করে এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। তাহলে সংশ্লিষ্ট ডিলার বা ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ভবিষ্যতে আধার লিঙ্ক করানোর জন্য কোনও ডিস্ট্রিবিউটর টাকা নিলে সরাসরি ফোন করে অভিযোগ করা যাবে ১৮০০২৩৩৩৫৫৫ - টোল ফ্রি নম্বরে। (আরও পড়ুন: ৫০০ কিমি যেতে ভাড়া মাত্র ১৮৪ টাকা! অমৃত ভারতের টিকি🧸ট ছাড়তে🎀ই তা 'ওয়েটিংয়ে')
তবে এই সবের মাঝে যদি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করানো যায় এই বছরে, তবে ক হবে? বায়োমেট্রিক যাচাই না করালে ভর্তুকি আসবে না এই ধরনের কোনও নির্দেশিকা এখনও জারি করা হয়নি। তবে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলি ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করতে বলেছে ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের। তবে রিপোর্ট অনুযায়ী, বায়োমেট্রিক যাচাই না থাকলে এখনই বন্ধ হবে না ভর্তুকি। তবে এই নিয়ে জটিলতা দেখা দিতে পারে। বায়োমেট্রিক যাচাই না থাকলে ভবিষ্যতে নিশ্চিত ভাবে ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। এই আবহে সময়ে বায়োমেট্রিক যাচাই করিয়ে নেওয়াই ভালো। তবে এর জন্যে আপনাকে তাড়াহুড়ো ক꧒রতে হবে না।
রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই গ্যাস ডেলিভারি কর্মীদের বা𓄧য়োমেট্রিক যাচাইকরণের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এই আবহে গ্রাহকদের বাড়িতে গিয়ে ডেলাভারি কর্মীরাই আধার যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এদিকে আর কয়েকদিনের মধ্যেই ফেস রেকগনিশনেক মাধ্যমে অ্যাপ নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়াও চালু হবে। এই আবহে এই প্রক্রিয়া আরও বেশ কয়েকদিন চলবে বলেই মনে করা হচ্ছে। এদিকে সম্প্রতি ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে একাধিক♕ জায়গা থেকে অভিযোগ উঠেছে, আধার লিঙ্ক করাতে টাকা নেওয়া হচ্ছে। আর তাতেই নড়চড়ে বসেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আধার লিঙ্ক করতে কোনও টাকা লাগছে না।