এলপিজি সিলিন্ডার (রান্নার গ্যাস) এখন মাত🎐্র ৬৩৩.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। অবাক হচ্ছেন? আজ্ঞে হ্যাঁ! রান্নার গ্যাসের দামে নতুন করে কোনও পরিবর্তন করা হয়নি। গত ৪ অক্টোবরের পর থেকে এলপিজি সিলিন্ডার সস্তা বা ব্যয়বহুল হয়নি। তবে তা সত্ত্বেও মাত্🔴র ৬৩৩.৫০ টাকায় কেনা যাবে। কীভাবে?
আসলে এক্ষেত্রে সেই সিলিন্ডারের কথা বলা হচ্ছে, যাতে গ্যাস দৃশ্যমান হয়। সম্প্রতি এই ধরনের নতুন কম্পোজিট সিলিন্ডার এসেছে ব🧜াজারে। নতুন সেই সিলিন্ডারগু🎐লি রিফিলের খরচ কম। মাত্র ৬৩৩.৫০ টাকায় পূরণ করা যাবে। তবে এটি সাধারণ গ্যাস সিলিন্ডারের তুলনায় আয়তনে কম। এটির ওজন ১০ কিলোগ্রাম। ইন্ডেন এনেছে এই নয়া ধরনের গ্যাস সিলিন্ডার।
এই কম্পোজিট সিলিন্ডারের বিষয়টা কী? জানতে হলে ক্লিক করুন এইখানে।
বর্তমানে দিল্লিতে সাধারণ ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডার রিফিলের খরচ ৮৯৯.৫০ টাকা। অন্যদিকে ৫ কেজি গ্যাসের এলপিজি কম্পোজিট সিলিন্ডার রিফিলের খরচ ৫০২ টাকা। ফলে যাঁদের একটু কম গ্যাস হলেও চলবে, তাঁদের বেশ কিছুটা কম খরচেই এলপিজি কে𒁃নার সুযোগ করে দেওয়া হয়েছে।