মোহন যাদব। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার পর তাঁর দুই উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওড়া এবং রাজেন্দ্র শুক্লা–সহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে💞 ক্যাবিনেট বৈঠক ডাকেন নতুন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই রাজ্যে প্রকাশ্যে মাংস, ডিম বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যꦡাদব। এই মোহন যাদব আরএসএস ঘরানা থেকে উঠে আসা নেতা। তাই তাঁর চিন্তাধারাও অন্যরকম। গতকাল, বুধবার শপথগ্রহণের পর ক্যাবিনেট বৈঠক ডাকেন। আর প্রথম ক্যাবিনেট বৈঠক ডেকেই একাধিক সিদ্ধান্ত ঘোষণা করে দেন।
এদিন এই পদক্ষেপের কথা জানালেও এতদিন মধ্যপ্রদেশের মানুষজন খোলা আকাশের নীচের দোকান বা স্টল থেকেই ডিম, মাংস কিনতেন। সেই অভ্যাস রয়ে গিয়েছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে জোর চর্চা শুরু হয়েছে সেখানের বাজারহাট, দোকানপাট, চায়ের দোকানে। এমনকী সিদ্ধান্ত জানানো হয়েছে, ধর্মীয় স্থান ও জনবহুল এলাকায় মাইক ব্যবহারে বিধিনিষেধ জারি থাকবে। একইসঙ্গে মাংস বিক্রিতেও রাশ টেনেছেন নতুন মুখ্যমন্ত🤪্রী। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) রাজেশ রাজোরা জানান, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এটাই ছিল মোহন যাদবের প্রথম নির্দেশ। আরএসএস ঘনিষ্ঠ মোহন যাদব এভাবে শুরু থেকেই হিন্দুত্বের আবেগে শান দিলেন বলে মনে করা হচ্ছে।
তবে ক্যাবিনেট বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনও করেন নতুন মুখ্যমন্ত্রী। আর সেখানে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ‘নতুন মন্ত্রিসভা༺র প্রথম বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ্যে মাংস কাটা এবং বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তার গাইডলাইন মানܫা হবে। আর পদক্ষেপ করা হবে জনস্বার্থে প্রচার করার পর। এছাড়া নানা বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে। তার জন্য বিধিনিয়মের কথাও ভাবা হয়েছে।’ মধ্যপ্রদেশে যাঁরা অযোধ্যা যেতে চান তাঁদের স্বাগত জানানো হয়েছে। আর যাঁরা টেনডু পাতা তোলেন তাঁদের জন্য ৪ হাজার টাকা প্রতি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কালীঘাট মন্দ🐽িরের সংস্কারের কাজ কবে শেষ হবে? জানিয়ে দিল মন্দির কমিটি
এছাড়া মাংস বিক্রিতে রাশ টানার পাশাপাশি লাউডস্পিকার ব্যবহার করার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত মুখ্যসচিব রাজোরা জানান, সুপ্রিম কোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মোহন যাদব। ২০২৪ সালের ১ জানুয়ারি মাস থেকে সাইবার তহসিল গঠন করা হবে ৫৫টি জেলায়। আর ১৫📖 ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জনস্বার্থে প্রচার করা হবে প্রকাশ্যে মাংস, ডিম না বিক্রি করার জন্য। ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে মোহন যাদবকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল। তারপরই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে কোন এলাকায় কত ডেসিবেল মাত্রায় লাউডস্পিকার বাজানো যাবে তা জানানো হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।