রামচরিতমানস নিয়ে বিতর্ক থামার নামই নিচ্ছে না। রবিবার লখনউতে ওবিসি মোর্চার তরফে রামচরিতমানসের কিছু কপি পুড়িয়ে দেওয়া হয়। এনিয়ে বিতর্কে জড়িয়েছেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। সেই আবহে তাঁকে জাꩵতীয় সাধারণ সম্পাদক করেছে সমাজবাদী পার্টি। এরই মধ্যে স্বামী প্রসাদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন হনুমানগড়ির মহন্ত রাজু দাস। তিনি মন্তব্য করেছেন, স্বামী প্রসাদ মৌর্যের শিরচ্ছেদ যে করতে পারবে তাকে তিনি ২১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
স্বামী প্রসাদ মৌর্য রামচ🌠রিতমানಌসে সাধু ও ঋষিদের আক্রমণ করছেন। তারপরেই স্বামীপ্রসাদের বিরুদ্ধে ব্রাহ্মণ ও সাধু-মহন্তরা ক্ষোভ উগরে দিয়েছেন। সেই বিতর্কের মধ্যেও না থেমে স্বামী প্রসাদ বলেছিলেন, ‘হাতি বাজারে চললে কুকুর ঘেউ ঘেউ করবেই।’ হনুমানগড়ির মহন্ত রাজু দাস এটিকে ব্রাহ্মণ ও সাধুদের অপমান বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, স্বামী প্রসাদ মৌর্য ব্রাহ্মণ ও সাধু-মহন্তদের ‘কুকুর’ বলেছেন। তখনই তিনি স্বামী প্রসাদ সম্পর্কে এমন মন্তব্য করেছেন। এর আগে তপস্বী ক্যান্টনমেন্টের গুরু পরমহংস আচার্যও স্বামী প্রসাদ মৌর♍্যের শিরচ্ছেদ করার জন্য ৫০০ টাকা, জিভ কাটার জন্য ৩০০ এবং নাক ও কান কাটার জন্য ২০০ টাকার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে বিতর্কে জড়িয়েছিলেন।
পাশাপাশি সাধু মহন্তরা অখিলেশ যাদবকে নিয়েও প্রশ্ন তুলেছেন। হনুমানগড়ির মহন্ত রাজু দাস বলেন, ‘এখন পর্যন্ত অখিলেশ যাদব বলছিলেন আমরা কোনও ধর্মকে অবমাননা করি না। কিন্তু স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অখিলেশের দল তাঁর পদোন্🦋নত💟ি ঘটিয়েছে। তাঁকে জাতীয় সাধারণ সম্পাদক করেছেন। এই কারণে সাধু মহন্তদের মধ্যে ক্ষোভ বাড়ছে।’