২০১৭ সালে বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্🧜যাকাণ্ডে অভিযুক্ত শ্রীকান্ত পানগরকর এবার যোগ দিলেন মহারাষ্ট্রের শিবসেনার একনাথ শিন্ডে শিবিরে। বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদꦇে রয়েছেন একনাথ শিন্ডে। পার্টিতে তাঁরই শিবিরে যোগ দিয়েছেন লঙ্কেশ হত্যাকাণ্ডের অভিযুক্ত।
উল্লেখ্য, গতমাসেই কর্ণাটক হাইকোর্ট, পানগারকারকে জামিনে মুক্তি দিয়েছে। তারপর সদ্য শুক্রবার গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্রীকান্ত পানগরকর যোগ দিয়েছেন শিন্ডে ক্যাম্পে। ভোটমুখী মহারাষ্ট্রে পানগারকারের এই শিন্ডে শিবিরে যোগদান নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। এনডিএ শিবির এই নিয়ে বিতর্কের মুখে পড়েছে। এদিকে, 🐲সদ্য মহারাষ্ট্রের ভোট নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। আগামী ২০ নভেম্বর সেরাজ্যে হাইভো🌊ল্টেজ বিধানসভা ভোট। তার আগে মুখ্যমন্ত্রীর শিবিরে লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্তের যোগদান নিয়ে বিরোধীরা সরব হয়েছেন।
২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অবিভক্ত শিবসেনার সদস্য ছিলেন পানগারকার। তিনি সেই সময়কালে জালনার পুরসভার কাউন্সিলরও ছিলেন। তারপর ২০১১ সালে পার্টি ছেড়ে তিনি যোগদেন হিন্দু জনজাগৃতি সংঘে। এদিকে, সদ্য মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকারের উপস্থিতিতে পানগারকার যোগ দিয়েছেন শিন্ডে ক্যাম্পে। অর্জুন খোটকার বলছেন,'পানাগারকর একজন প্রাক্তন শিব সৈনিক এবং দলে ফিরেছেন। তাঁকে জালনা বিধানসভা নির্বাচনের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে… তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁকে আদালত মুক্তি দিয়েছে এবং আইনি বিচার সংক্রান্ত কার্যক্রম শেষ করে জেল থে🐠কে বেরিয়ে এসেছেন।'
শুধু যে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডেই অভিযুক্ত তা নন। তিনি নালাসোপারা অস্ত্র চালনা কাণ্ডেও অভিযুক্ত। একটি গানের অনুষ্ঠানকে বানচাল করতে এই ঘটনায় ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন পানগারকার। অভিযুক্তদের ধারণা ছিল এই গানের অনুষ্ঠান হিন্দু সংস্কৃতির বিরোধী ছিল। গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অস্ত্রের জোগাড় করার অভিযোগ রয়েছে পানগারকারের বিরুদ্ধে। স꧂ম্প্রতি, সাংবাদিক গৌরী লঙ্কেশকে হত্যার দায়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে জামিন দেওয়ার পর কর্ণাটকে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি জামিন পাওয়া অভিযুক্তদের মধ্যে একজনকে সাদরে গ্রহণ করেছে। ওই হত্যা মামলার চার্জশিটে বলা হয়েছিল যে এই হত্যাকাণ্ডটি একটি 'সংগঠিত অপরাধ' ছিল যার সঙ্গে যোগ রয়েছে সনাতন সংস্থা। এই সংগঠন চরমপন্থী ডানপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিরা।