মূল্যবৃদ্ধি নিয়ে ভাষণ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর ভাষণ শুরু হতেই দু'লাখ টাকার ব্যাগ (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) টেবিলের তলায় লুꦏকিয়ে ফেললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনই অভিযোগ তুললেন নেটিজেনদের একাংশ।
সোমবার লোকসভার বাদল অধিবেশনে মূল্যবৃদ্ধি বিতরꦦ্কে অংশগ্রহণ করেন কাকলি। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানান। সেইসময় তাঁর পাশে বসেছিলেন মহুয়া। কাকলির ভাষণের মধ্যেই কৃষ্ণনগরের সাংসদকে নিজের পাশে রাখা একটি হ্যান্ডব্যাগ টেবিলের নিচে রাখতে দেখা যায়। কিছুক্ষণ পর মহুয়ার পাশে🥃ই বসেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। মহুয়া এবং অপরূপা কার্যত গা ঘেঁষে বসেছিলেন।
তারইমধ্যে মহুয়া কেন ব্যাগ সরিয়ে নিয়েছেন, তা নিয়ে 🔜কাটাছেঁড়া শুরু করেন নেটিজেনদের একাংশ। তেমনই একজন বলেন, 'মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কের সময় ২০০,০০০ টাকার Louis Vuitton-র ব্যাগ লুকিয়ে দিচ্ছেন মহুয়া মৈত্র।' 'মূল্যবৃদ্ধির বিষয়টি যখন উত্থাপন করা হয়েছে, তখন কেউ এ🍒কজন দ্রুত Louis Vuitton-র ব্যাগ বেঞ্চের নিচে ঢুকিয়ে দিলেন।'
কাকলির ভাষণ
সোমবার লোকসভার বাদল অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। তাতে💮 বক্তৃতা দেন কাকলি। সেইসময় তিনি বলেন, 'মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার অনুমতি দেওয়ায় স্পিকারকে ধন্যবাদ জানাতে চাই। এই বিতর্কের জন্য দীর্ঘಞদিন অপেক্ষা করতে হয়েছে।' ১০ মিনিটের ভাষণে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান কাকলি।
তবে কাকলির ভাষণের যাবতীয় নজর কেড়ে নেয় সেই বেগুন-কাণ্ড। ভাষণের শুরুর দিকেই বারাসতের তৃণমূল সাংসদ প্রশ্ন করেন, 'সরকার কি চায় যে আমরা কাঁচা আনাজপাতি খাই?' সেইসঙ্গে নিজেই কাঁচা বেগুনে ক💯ামড় বসিয়ে দেন কাকলি। বেগুনের একাংশ উঠে আসে। যে ঘটনায় নিজেও কিছুটা হেসে ফেলেন। তবে শেষপর্যন্ত কাঁচা বেগুন খাননি তিনি। বরং মূল্যবৃদ্ধি নিয়ে নিজের ভাষণ দিতে থাকেন।
সোমবার কাকলির ভাষণে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, 'গত কয়েক মাসে এলপিজি সিলিন্ডারের দাম চারগুণ বৃদ্ধি পেয়েছে। ৬০০ টাকা থেকে রান্নার গ্যাসের দাম ১,০০০ টাকার গণ্ডি ছাড়িয়🌺ে গিয়েছে।' সেই পরিস্থিতিতে গত কয়েক মাসে রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তোলেন কাকলি। শুধু তাই নয়, যে অঙ্কটা বাড়ানো হয়েছে, তা পুরোট🐷াই প্রত্যাহারের দাবি জানান।