আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে জেন্ডার অ্যাডভোকেট পুরস্কারে ভূষিত করতে চলেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মেজর রাধিকা সেন এপ্রিল পর্যন্ত কঙ্গোতে রাষ্ট্রসংঘ মিশনের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার রাধিকা সেনকে সম্মানিত করার বিষয়টি ঘোষণা করেন। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবসে গুতেরেস এবং স্টিফেন ডুজারিক রাধিকা সেনকে সম্মানিত করবেন জেন্ডার অ্যাডভোকেট পুরস্কার তাঁর হাতে তুলে দিয়ে। (আরও পড়ুন: ৬২'র দখলদারি নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেꦐতার, পালটা 'চিনা প্রেম' খোঁচা BJP'🌼র)
আরও পড়ুন: বুথভিত্তিক ভোটের হিসেব ജকষলেন TMC প্রার্ꩵথী, EC-কে সওয়াল- 'আপনাদের কত সময় লাগবে?'
কে এই মেজর রাধিকা সেন?
রাধিকা সেন ২০২৩ সালের মার্চ থে🍬কে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান ব়্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটালিয়নের (আইএনডিআরডিবি) জন্য এমওএনইউএসসিওর (রাষ্ট্রসংঘের স্থিতিশীলকরণ মিশনে) এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডার হিসাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গোতে দায়িত্ব পালন করেছিলেন। তিনি হিমাচলপ্রদেশের বাসিন্দা। মেজর রাধিকা সেন আট বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছিলেন। এরপর তিনি সশস্ত্র বাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন: মোদী ফের জিতলে কোন কোন শেয়ারের দাম বাড়বে? সামনে এল বড় ভবিষ্যদ💟্বাণী
রাধিকা সেনকে ২০২৩ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব়্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুন কমান্ডার হিসাবে মোতায়েন করা হয়েছিল। ২০২৪ সালের এপ্রিলে তাঁর মেয়াদ শেষ হয়। তিনি রুইন্ডি শহরের কাছে কাশলিরা গ্রামের মহ🅷িলাদেরকে তাঁদের অধিকারের পক্ষে, বিশেষ করে স্থানীয় নিরাপত্তা এবং শান্তি আলোচনায় নিজেদেরকে সংগঠিত করতে উৎসাহিত করেছিলেন।
আরও পড়ুন: বিমানের শৌচা𝓡গারে মিলল 'বোমা@৫.৩০' চিরকুট, মহিলা যাত্রীক💯ে নিয়ে ডানায় বিমানসেবিকা
উল্লেখ্য, মেজর সুমন গাওয়ানির পর দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষী হিসেবে এই সম্মানজনক পুরস্কার পেলেন রাধিকা সেন। এর আগে 🉐দক্ষিণ সুদানে রাষ্ট্র✃সংঘ মিশনে (ইউএনএমআইএস) দায়িত্ব পালন করেছিলেন মেজর সুমন গাওয়ানি এবং ২০১৯ সালে রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: 'এবার বাংলায় বিজেপি…', ꧑রাজ্যে লোকসভা ভোটে দলের স্ট্রাইক রেট নিয়ে বড় দাবি মোদীর
রাষ্ট্রংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মেজর রাধিকা সেনের প্রশংসা কর♎ে বলেন, তিনি একজন সত্যিকারের নেতা এবং রোল মডেল। মেজর রাধিকা সেন এই সম্মান পাওয়া নিয়ে বলেন, 'এই পুরষ্কারটি আমার কাছে বিশেষ কারণ এটি ডিআরসির চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করা সমস্ত শান্তিরক্ষীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সেরাটি দিতে অনুপ্রাণিত করে। লিঙ্গ সংবেদনশীলতা বজায় রেখে শান্তিরক্ষা সবার দায়িত্ব। এই দায়িত্ব শুধু আমাদের নারীদের নয়।'