আম্বানি পরিবারের বিয়ে নিয়ে সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। দেশ বিদেশ থেকে এসেছেন গণ্যমান্য ব্যক্তিরা। দেশের প্রধানমন্ত্রী থেকে শু🍃রু করে তাবড় ব্যক্তিত্বদের সমাহার দেখা গিয়েছে অনন্ত-রাধিকার রাজকীয় বিয়েতে। তবে সꦛেই বিয়ের খবরের মাঝে, এবার আরও এক বিয়ে ঘিরে তোলপাড় উত্তর প্রদেশের কাসগঞ্জ। সেখানে এক যুবক-যুবতীর বিয়ের আগে তাঁদের বাবা-মাকে ঘিরে ঘটল চাঞ্চল্যকর কাণ্ড! পাত্রীর মাকে নিয়ে সেখানে পালিয়ে গিয়েছেন পাত্রের বাবা! অভিযোগ এমনই।
পাত্র-পাত্রীর বিয়ের কথা পাকা হতেই দুইপক্ষের বাবা মায়েরা ফোনে কথা-বার্তা চালাতে থাকেন। কয়েক মাস আগেই পাত্র ও পাত্রীর বাগদান হয়। তারপর থেকে পাত্রের বাবার সঙ্গে পাত্রীর মায়ের ফোন চ্যাটিং শুরু হয় বলে খবর। এরপর পাত্রের বাবা শাকিলের সঙ্গে পাত্রীর মায়ের ফোনে কথাবার্তা বাড়তে থাকে। অভিযোগ, পাত্রীর মাকে নিয়ে গত ৩ জুন পালিয়ে গিয়েছেন পাত্রের বাবা। এই রহস্যময় নিরুদ্দেশের ঘটনা ঘিরে উত্তর প্রদেশের কাসগঞ্জে দায়ের হয়েছে এফআইআর। এদিকে, স্ত্রীর এভাবে নিরুদ্দেশের ঘটনায় বেশ কিছুটা খোঁজ খবর লাগিয়ে, বহু দিন ধরে দৌড়াদৌড়ি করেও লাভের লাভ না হওয়ায়, শেষে উত্তর প্রদেඣশের গাঞ্জদুনদয়োরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন পাত্রীর বাবা। করুণভাবে তিনি বলেন, ‘ঘত একমাস বা তার বেশি সময় ধরে আমি খোঁজ চালিয়ে যাচ্ছি। আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি। তবে কর্তৃপক্ষ কিছুই করতে পারেনি।’ তিনি জানান, পাত্রের পরিবার তথা অভিযুক্ত শাকিলের পরিবার একইরকমের বিভ্রান্তির মধ্যে রয়েছে। পাত্রীর বাবা বলেন, 'এসপি অপর্ণা রজত কৌশিক আশ্বাস দিয়েছেন, এই ঘটনার কিনারা করে ছাড়বেন।'
(US Election: ট্রাম্প🍃ের VP প্রার্থী ভ্যান্সের স্ত্রী ‘উষা পারিবারিক বন্ধু..’দৌড় থেকে ছিটকে যাওয়া বিবেকের শুভেচ্ছাবার্𝄹তা )
উল্লেখ্য, পাত্রের বাবার তরফে রয়েছে ১০ সন্তান। অন্যদিকে পাত্রীর মায়ের ৬ সন্তান। সব মিলিয়ে এই কাণ্ডে মোট ১৬ সন্তান হতবাক। কীভাবে এই কাণ্ড ঘটতে পারে, তা নিয়ে রয়েছে জল্পনা। গাঞ্জদুনদোয়ারা পুলিশ জানিয়েছে, এফআইআর দায়ের হয়েছে। আর এফআইআর দায়ের হয়েছে শাকিলের বিরুদ্ধে। ঐইপিসি ৩৬৬ ধারা অনুযায়ী অপ🤡হরণের মামলা দায়ের হয়েছে। এই এফআইআর গত ১১ জুলাই দায়ের হয়েছে। প💦ুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শাকিলের সঙ্গে ওই মহিলা পালিয়েছেন তাঁর নিজের ইচ্ছেতেই। পুলিশ আশ্বাস দিয়েছে, তারা ফিরিয়ে আনবে দুজনকেই।