দিল্লিতে ১৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীর মুখে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ। সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।দ্বারকা এলাকায় অ্যাসিডে জখম হয়েছেন ওই ছাত্রী। জখম ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়াবহ ছবি। এরপর ঘটনার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।তাদের নাম শচিন অরোরা(২০), হর্ষিত আগরওয়াল(১৯) ও বিরেন্দ্র সিং(২২)। পুলিশ জানিয়েছেন শচিন ও হর্ষিত বাইকে চেপে এসেছিল। আর বীরেন্দ্র পুলিশকে বিভ্রান্ত করার জন্য় ঘটনার সময় বীরেন্দ্রর ফোন আর স্কুটারটিকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। যাতে লোকেশন বুঝতে না পারে পুলিশ।পুলিশ আধিকারিক সাগর প্রীতহুড়া জানিয়েছেন,অভিযুক্ত ফ্লিপকার্টে অ্য়াসিডের অর্ডার দিয়েছিল। এরপর সেই অ্যাসিড নিয়েই তারা ওখানে এসেছিল বলে অভিযোগ। এদিকে সচিনের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় ছিল। কিন্তু সেপ্টেম্বরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরই তাকে অ্য়াসিড দিয়ে জখম করার ছক কষে সে। তবে কি প্রেমে আঘাত পেয়ে প্রতিহিংসা মেটাতে এই কাজ করার চেষ্টা করেছিল তারা? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে অভিযুক্ত যুবক ফ্লিপকার্টের মাধ্যমে অ্য়াসিড আনিয়েছিল। আরও তদন্ত চলছে। পুলিশ ঘটনার পরেই সিসি ফুটেজ, স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনজনকে গ্রেফতার করে। ওই তরুণীকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। তার মুখে কতটা পুড়ে গিয়েছে তা চিকিৎকরা পরীক্ষা করে দেখছেন।এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।