সিটবেল্ট ছাড়া গাড়ি চালানোর ব🌱িরুদ্ধে উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করল মুম্বই ট্রাফিক পুলিশ। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এটি স্থগিত করা হয়েছে।
ট্রাফিক পুলিশ আধিকারিকরা জানান, মঙ্গলবার, ১ নভেম্বর থেকেই এই অভিযান শুরু হওয়ার কথা ছিল। তবে তা ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাফিক পুলিশ দফতর জানিয়েছে, এই দশ দিন গাড়িতে সমস্ত আসনের জন্য সিটবেল্ট লাগানোর বিষয়ে সচেতনতার প্রচার করা হবে। এরপর, ১০ নভেম্বরের পরে, সমস্ত যাত্রীরা যাতে গাড়িতে যাত্রার সময় সিটবেল্ট বেঁধে যান, তা নিশ্চিত করতে হবে। আধিকারিকরা জানাচ্ছেন, এই উদ্যোগ শুরুর আগেই সেই বিষয়ে আমজনতার থেকে বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম আমরা। তবে সমস্ত যাত্রীরাই ১৫ দিন আগে আমাদের জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কে সচেতন ছিলেন। এমনটাই জানালেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজ তিলক রোশন। আরও পড়ুন: List of VVIP: কোন VVIP🐟’দের জন্য ট🦄্রাফিক সিগন্যাল সবুজ থাকবে? বিশেষ তালিকা লালবাজারের
'এটি আমাদের উর্ধ্বতন আধিকারিকদের সিদ্ধান্ত। এই দশ দিন চালকদের সতর্ক করা হবে। আমরা আমাদের টুইটার হ্যান্ডেল এবং রেডিয়ো ব্যবহার করে এই নিয়মাবলী সম্পর্কে সচেতনতার প্রচার করব,' জানালেন ডেপু🍬টি𝔍 পুলিশ কমিশনার।
মঙ্গলবার থেকে ট্রাফিক পুলিশের এই প্রচারমূলক অভিযান শুরু করার কথা ছিল। এ꧟র অংশ হিসাবে গাড়ির চালক বা গাড়িতে থাকা যাত্রীরা সিটবেল্👍ট না পরলে, তাঁদের জরিমানা করা হবে বলে স্থির করা হয়েছিল।
সিটবেল্ট না পরলে ধরা পড়ার জন্য ই-চালানের মাধ🌌্যমে গাড়ির মালিককে ২০০ টাকা জরিমানা করা হবে, বলেন ট্রাফিক পুলিশ আ🐎ধিকারিক।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, যাত্রীদের পাশাপাশি ট্রাফিক পুলিশ মঙ্গলবার পুলিশ অফিসারদেরও সিটবেল্ট পরার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। মোটরসাইকেলেও কড়াকড়ি করা হচ্ছে। মোটরসাইকেলের পিছনে বসে থাকা সমস্ত পিলিয়ন আরোহীকে হেলমেট পরার নিয়ম আরও বেশি কার্যকর করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চালক বা আরোহী সিটবেল্ট বা হেলমেট ছাড়া ধরা পড়লে তাঁদের যথাযথ শাস্তি দেওয়া হবে। আরও পড়ুন: Traff🗹ic Rules: চটি, ♐লুঙ্গি পরে গাড়ি চালালে জরিমানা হবে? জানুন আসল সত্যিটা