প্রায় রোজই নানা ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি ও রাজনৈতিক সমালোচকদের সমালোচনা শুনত🅺ে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আর এবার তাঁকে ফের একবার কার্যত 'সর্বসমক্ষে' তুলোধনা করলেন মেরি ট্রাম্প। যিনি সম্পর্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পেরই ভাইঝি হন।
কেন ডোনাল্ডের সঙ্গে এমনটা করলেন মেরি? তথ্য বলছে, রবিবার থেকে সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভ🎉িডিয়ো ভাইরাল হয়। যা দেখে ক্ষাপ্প🌃া হয়ে যান মেরি। কারণ, সেই সমস্ত ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রাম্পের সমর্থনে তাঁর অনুগামীরা নৌকায় প্রচার করছেন।
সেই ট্রাম্প সমর্থকদের হাতে রয়েছে নাৎসিদের প্রতীক - স্বস্তিক চিহ্ন আঁকা পতাকা, মাথায় পরা রয়েছে এমন এক টুপি, যাতে লেখা রয়💞েছে - 'আমেরিকাকে আবার সাদা কর' এবং হিটলারের অনুগামীদের মতোই তাঁদের মুখেও শোনা গিয়েছে 'হেইল ট্রাম্প! হোয়াইট পাওয়ার!' স্লোগান।
এই সমস্ত ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে অধিকাংশ মানুষই সমালোচনায় সরব হয়েছেন। দাবি করা হচ্ছে, রবিবার ফ্লোরিডার জুপিটারের পাম বিচে নৌকায় এই প্রচার চালানো হয়। এই ঘটনা ম🌸েরি ট্রাম্পেরও চোখ এড়ায়নি।
প্রসঙ্গত, দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ হল ডোনাল্ড ট্রাম্পের হোম কাউন্টি। সেখানে এমন ঘটনা ঘটায়💦 ডোনাল্ড ট্রাম্পের তুলোধনা করেছেন তাঁর ভাইঝি মেরি। যদিও এটা ঠিক যে ট্রাম্প পরিবারের এই কাকা-ভাইঝির সম্পর্ক আর যাই হোক মধুর নয়। এর আগেও নানা বিষয়ে মেরি তাঁর কাকা ডোনাল্ডের খোলাখুলি সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত যে পোস্টটি ভাইরাল হয়েছে, এক্স হ্যা🌟ন্ডেলে সেই পোস্ট করেছিলেন লেসলি অ্যাবরাভনেল। তিনি বিতর্কিত ওই প্রচারের দু'টি ছবি পোস্ট করে লিখেছেন,'এটা এখনকার, পাম ব🐎িচের কাছের ছবি। ট্রাম্পের সমর্থকরা সবাই নাৎসি। অসুস্থ!'
উল্লেখ্য, লেসলি অ্যাবরাভনেল নিজে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী 🐼কমলা হ্যারিসের সমর্থক। এক্স হ্যান্ডেলে তাঁর ফলোয়ার রয়েছেন প্রায় ৭০ হাজার। যে দু'টি ছবি তিনি পোস্ট করেছেন, তাতে একটি নৌকায় পাঁচ ব্🐓যক্তিকে দেখা গিয়েছে। সেই নৌকায় নাৎসিদের স্বস্তিক চিহ্ন-সহ পতাকা উড়তে দেখা গিয়েছে।
সোমবার বিকেল পর্যন্ত লেসলির এই পোস্টটি দেখে ফেলেছেন ১৫ লক্ষেরও বেশি মানুষ। সংশ্লিষ্ট একটি পর্যবেক্ষক গোষ্ঠীর তরফ থেকে ওই পোস্টে মন্তব্য করে দাবি করা হয়েছে, ওই নৌকার সামনেই যে ব্যক্তি রয়েছেন, তিনি দ্বিতীয় জন মিনান্দেও। ইহুদি বিদ্বেষী হিসাবে তাঁকে অনেকেই চেনেন। তিনি নাৎসিপন্থী একটি নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গেও যুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট পর্যবেক্ষক গোষ্ঠীর তরফে দাবি♏ করা হয়েছে।