১৯৮৮ সালের একটি পথ দুর্ঘটনার মামলায় পাতিয়ালা কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি কংগ্রেস নেতা নভোজৎ সিং সিধু। সোমবার তাঁকে রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারি পরীক্ষার জন্য। তাঁর আইনজীবীরা দাবি করেছিলেন নভোজৎ সিং সিধুর জন্য স্পেশাল ডায়েটের খুব প্রয়োজন। কারণ তিনি আটা জাতীয় খাবার খেতে পার🌳েন না।
সূত্রের খবর, মেডিসিনের ডাক্তার, কার্ডিওলজিস্ট ও ডায়েটিশিয়ানদের নিয়ে তৈরি একটি মেডিকেল বোর্ড সিধুর জন্য স্পেশাল ডায়েটের সুপারিশ করেছেন।তাঁর রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে।
সূত্রের খবর, থ্রম্বসিসের সমস্যা রয়েছে ৫৮ বছর বয়সী ওই প্রাক্তন ক্রিকেটারের। ২০১৫ সাল থেকে তিনি এই সমস্যায় ভুগছেন। এই সমস্যার জেরে তাঁর শরীরের শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা রয়েছে। সিধুর আইনজীবী HPS Verma জানিয়েছেন, পেঁপে, পেয়ারা, ডবল টোনড দুধ, শর্ক🐠রা কম এমন খাবার তাঁর খাওয়ার উপযোগ💙ী। মেডিকেল বোর্ড তাঁর শরীর𝔉 পরীক্ষা করেছে। স্পেশাল ডায়েটের একটি সুপারিশ করা হয়েছে। তবে আদালত এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সূত্রের খবর, সিধুর জন্য় হাই ফাইবার ও লো ফ্যাট ডায়েটের সুপারিশ করা হয়েছে। তার মধ্যে ফল ও ,সেদ্ধ সবজি থাকবে। আটা ও ময়দ𝕴া যাতে তাঁকে না দেওয়া হয় সেব্যাপারে সুপারিশ করা হয়েছে। এই রিপোর্ট জেল সুপারের কাছে পাঠানো হবে। তিনি সেটা আদালতের অনুমোদনের জন্য় পাঠাবেন। সূত্রের ♓খবর জেলবাসের প্রথম দিনে মুখে কিছু তোলেননি সিধু।