একের পর এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে মার্ক জুকেরবার্গের মেটা। প্রায় ১১,০০০ কর্মীকে একধাক্কায় ছাঁটাই করা হয়েছে। তবে এই ছাঁটাইয়ের একের পর এক ঘটনার মধ্যেই সামনে এসেছে এক ভারতীয় যুবকের চাকরি যাওয়ার মন খারাপ করা কাহিনী।মাত্র দিন দুয়েক আগে তিনি মেটাতে চাকরি পেয়েছিলেন। সব থেকে বড় ব্যা🎶পার হিমাংশু ভি নামে ওই যুবক মেটাতে চাকরি পাওয়ার�� পরে ভারত থেকে কানাডাতে গিয়েছিলেন। তিনি আইআইটি খড়্গপুর থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন। এর আগে তিনি অ্যাডোব, ফ্লিপকার্টের মতো সংস্থায় কাজ করেছেন।
এদিকে লিঙ্কেডিনের পোস্টে ওই যুবক লিখেছেন, আমি মেটার চাকরিতে যোগ দিতে কানাডা এসেছি। জয়েন করার ২ দিনের মধ্যেই আমার জার্নি শেষ হয়ে গেল। আমিও এই ছাঁটাইয়ের শিকার হলাম। আমি প্রচন্ড সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়েছিౠ।
তিনি লিখেছেন,কী করব বুঝতে পারছি না। সফটওয়্যার ইঞ্জিনিꩲয়ার হিসাবে কোথাও সুযোগ থাকলে একটু জানাবেন। বিশ্বাস করুন কী করব বুঝতে পারছি না।কানাডা বা ভারতে কোনও অপশন থাকলে একটু বলবেন।
তাঁর এই পোস্টের পরেই স্বান্তনা দিয়েছেন অনেকেই। অনেকেই তাঁকে সহায়তার জন্য় এগিয়ে এসেছেন। কোম্পানির লিঙ্কও দিয়েছেন তাঁকে। একজন লিখেছেন, বুঝতে পারছি না 𓄧কীভাবে কোনও কোম্পানি ২ দিন আগে অন্য দেশ থেকে নিয়ে এসে চাকরি থেকে বসিয়ে দেওয়া হল। অপরজন লিখেছেন, আপনার সমস্যাটা বুঝতে পারছি। আমারও এরকম পরিস্থিতি হয়েছিল।