বসেছিলেন দিব্যি, হঠাৎ কি মনে হল, সোজা বিমানের জরূরি গেট খুলে দিলেন এক ব্যক্তি। উঠে গেলেন বিমানের উইংগসের উপর! গুয়াতেমালা শহরে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। জানা গিয়েছে, অ্যারোমেক্সিকো ফ্লাইটে থাকা একজন যাত্রী বিমানের জরুরি গেট খুলে বিমানের উইংগসের উঠে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই মেক্সিকো সিটি আন্ཧতর্জাতিক বিমানবন্দরের এই ঘটনা যাত্রীদে🐷র নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
- কেন এই পদক্ষেপ নিলেন ওই ব্যক্তি?
বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, 'গতকাল (শুক্রবার), গুয়াতেমালার একটি ফ্লাইটে একজন যাত্রী বিমানের জরুরি দরজা খুলে দেন এবং বিমানের উইংগসে চড়ে বসেন।' এরপর কাউকে ক♑োনোরকম অসুবিধায় না ফেলেই বিমানে ফিরে আসেন ওই ব্যক্তি। বিমানটি তখন দাঁড়িয়েছিল। চলন্ত বিমানে এমনটা করা হয়নি। আন্তর্জাতিক নিরাপত্তা বিধি মোতাবেক ওই ব্যক্তি নিজেই কর্তৃপক্ষের হাতে নিজেকে তুলে দিয়েছেন।
- বিমানটি ৪ ঘন্টা ৫৬ মিনিট দেরিতে পৌঁছেছিল
আপাতত ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হবে, নাকি ছেড়ে দেওয়া হবে,𓄧 সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বিমানবন্দরের কর্মকর্তারা। বিমানবন্দর কর্তৃপক্ষ লোকটির পরিচয় প্রকাশ করেনি, বা তাঁর বর্তমান আইনি অবস্থা সম্পর্কেও কিছু জানানো হয়নি।তবে, ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলি নিশ্চিত করেছে যে গুয়াতেমালা সিটিতে ফ্লাইট AM৬৭২ বৃহস্পতিবার সকাল ৮:৪৫-এ ছেড়ে যাওয়ার কথা ছিল। এরপর প্রায় ৪ ঘন্টা ৫৬ মিনিট বিলম্বিত হয়েছিল। ভাইরাল হ🐼ওয়া একটি ভিডিওতে, যাত্রীদের ফ্যান চালাতে এবং ফ্লাইট অ্যাটেনডেন্টের কাছে জল চাইতেও দেখা গিয়েছিল।
জাতীয় পতা๊কা তুলেছিলেন, তারপরই মৃ🌠ত্যুর কোলে ঢলে পড়লেন অবসরপ্রাপ্ত আধিকারিক
মূলত, ফ্লাইট উড়তে দেরি হওয়ায় ভিতরে বসে থাকা যাত্রীদের কষ্ট হচ্ছিল, অসুস্থ বোধ করছিলেন তাঁরা। তাই তাঁদের মুখের দিকে তাকিয়ে ওই ব্যক্তি নিজেই ইমার্জেন্সি গেট খুলে দেন, যাতে ভিতরে হাওয়া আসে। সেই কারণেই যাত্রীরাও ব্যক্তিকে সমর্থন করেন। সূত্রের খবর, গুয়াতেমালা যাওয়ার একটি অ্যারোমেক্সিকো ফ্লাইটে থাকা অন্তত ৭৭ জন যাত্রী নোটবুকের কাগজে একটি হাতে লেখা বিবৃতিতে লোকটির ক্রিয়াকলাপকে সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন। ওই নোটবুকের বিবৃতিতে বলা হয়েছিল যে, 'বিলম্ব এবং বাতাসের অভাব এমন পরিস্থিতি তৈরি করেছে যা যাত্রীদের স্বাস্থ্যকে ঝুঁকির🙈 মধ্যে ফেলেছিল। সেই ব্যক্তি আমাদের জীবন বাঁচিয়েছেন।'
এমন ঘটনা ঘটার পরবর্তী প্রত♎িক্রিয়া নিয়ে কিংবা যাত্রীদের অপর্যাপ্ত যত্নের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি AeroMexico।