'ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট'-এর আওতায় শুক্রবারই কিথু সংস্কার নিয়ে এসেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই আইনের কিছু রদবদলের কথা জানানো হয়েছে। ফান্ড ঘোষণা থেকে শুরু ক🧸রে টাকা পাঠানোর ক্ষেত্রে 🍃এয়েছে নয়া বিধি।
প্রসঙ্গত, বিদেশ থেকে কোনও আত্মীয় মারফতও যদি টাকা কেউ গ্রহণ করে তা সরকারকে জানাতে হয়। প্রসঙ্গত বিদেশ থেকে আসা টাকার অঙ্কের হিসাব এই আইনের হাত ধরে সরকার রাখে। এই নয়া আইনে বলা হয়েছে ১ লাখ থেকে বেড়ে ১০ লাখ টাকা পর্যন্ত আপাতত কোনও আত্মীয় টাকা পাঠাতে পারেন। আগে ১ লাখ টাকার বেশি কেউ বিদেশে থাকা আত্মীয়ের থেকে পেলে তা, কেন্দ্র সরকারকে ৩০ দিনের মধ্যে জানাতে হত। এখন ১০ লাখ টাকার বেশি অর্থ বিদেশ থেকে পেলে তা ৩ মাসের মধ্যে কেন্দ্রকে জানানোর নিয়ম করা হয়েছে। অমরাবতীতে ব্যক্তির শিরোচ্ছেদের সঙ্গে কি 🐼উদয়পুরকাণ্ডের যোগ রয়েছে? ময়দানে NIA
এছাড়াও বিদেশ থেকে আসা অর্থের আদান প্রদানের ক্ষেত্রে যে ব্যঙ্ক অ্যাকাউন্ট ধার্য রয়েছে তার নাম বা ঠিকানা যদি কেউ বদলাতে চান, তাহলে তা ১৫ দিনের ডেডলাইনের বদলে ৪৫ দিন আগে জানালেই হবে। এছাড়াও বিদেশ থেকে আসা অর্থ কী কী খাতে ব্যয় হচ্ছে তার সমস্ত হিসাব বিধি অনুসারে সরকারকে জানাতে হবে। এটি ব্যক্তি ও সংস্থা দুইয়ের জন্যই এই আইনের আওতায় কার্যকরি রয়েছে। এর আগে এই এফসিআরএ আইন ২০২০ সালে বদল করা হয়। এর আগে আধার আবশ্যক ছাড়াও বিদেশী ফান্ড যা প্রশাসনিক কাজে একটি সংস্থার কাছে আসছে তার ব্যবহার করার অংশও ২০ শতাংশের মধ্যে বেঁধে দ🗹িয়েছিল সরকার।