টিকাকরণ নিয়ে উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক দফতরের। কোভিড টিকা না নেওয়ার পেছনে কোনও সংস্কার কাজ করছে কীনা সেটাও খতিয়ে দেখবে মন্ত্রক। এব্যাপারে সচেতনতা কর্মসূচি করা হবে। বিশেষত যে সমস্ত এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা বেশি সেখানে এই ধরণের উদ্যোগ বেশি বেশি করে নেওয়া হবে। এক্ষেত্রে কিছু জায়গায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সহায়তা নেওয়া হবে। ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলিকে এগিয়ে আসার ব্যাপারে আবেদন জানাবে মন্ত্রক। কোনও দ্বিধা, দ্বন্দ্ব না রেখে টিকা নেওয়ার ব্যাপারেও আবেদন জানানো হবে। নয়া রৌশন স্কিমের আওতায় প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার মহিলাকে প্রশিক্ষণ দেও💯য়া হবে। তারাই বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার চালাবেন। টিকা নেওয়ার উপকারিতার কথা তাঁরা তুলে ধরবেন।
প্রসঙ্গত উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় কুসংস্কার এমন জাঁকিয়ে বসেছে যে অনেকেই ভ্য়াকসিন নিতে๊ চাইছেন না। অন্যদিকে বিভিন্ন ইসলামিক দেশও জানিয়ে দিয়েছে ভ্যাকসিন ছাড়া তাদের দেশে ঢুকতে দেওয়া যাবে না। এই বার্তাটা এদেশের সংখ্যালঘুদের মধ্যে ছড়িয়ে দিয়ে টি♊কাকরণে উৎসাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিছু জায়গায় বিরোধী দলের নেতৃত্ব ভ্যাকসিনের উপযোগিতা নিয়ে নানা প্রশ্ন তুলছেন। এর জেরে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নানা অনীহা দেখা যাচ্ছে। এদিকে গোটা ঘটনার বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোরও চলছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, 'শুনেছি নাকি রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধি টিকা নেননি। তাঁদের ভারতীয় টিকায় ভরসা নেই।' পালটা বিঁধেছেন কংগ্রেস নেতৃত্ব।