কিছু ব্যাঙ্কের অভ্যন্তরীন অ্যাকাউন্ট অপব্যবহার করা হচ্ছে বলে ফের 🌟উদ্বেগ প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের ডেপুটি গভর্নর স্বামীনাথন জে মঙ্গলবার জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের নজরদারিতে এটা বোঝা গিয়েছে যে কিন্তু অভ্য়ন্তরীন অ্যাকাউন্ট যেটা ব্যাঙ্ক তার নিজের কাজকর্ম চালানোর জন্য ব্যবহার করার কথা সেটা প্রতারণাচক্রে ব্যবহার করা হচ্ছে।
এদিকে একাধিক ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক দেখেছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক কোনও উপযুক্ত কারণ ছাড়াই লাখ লাখ অভ্য়ন্তরীন অ্য়াকাউন্ট খুলে ফেলছে। আরবিআই এবার সিএফও গুলিকে নির্দেশ দিয়েছে যাতে এই ধরনের অপ্রয়োজনীয় ব্যাঙ༒্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়।
তবে এই অ্যাাকউন্টগু🍒লি কিন্তু গ্রাহকদের জন্য নয়। এগুলি ব্যাঙ্ক তার পরিচালনার স্বার্থে খোলে। মূলত ব্যাঙ্কের নিজস্ব প্রয়োজনে এই ইন্টারনাল অ্যাকাউন্টগুলি খোলা হয়।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আরবিআই জানিয়ে দিয়েছিল যাতে অভ্য়ন্তরীন একটা পর্যালোচনা করা হয় এই অ্যাকাউন্টগুলি💫 সম্পর্কে। এটা আসলে খারাপ যে লোনগুলি রয়েছে সেগুলিকে চাপা দেওয়ার জন্য তৈরি করা হয়। ওই ইন্টারনাল অ্যাকাউন্টে কিছুদিনের জন্য ফান্ডকে রেখে দেওয়🍃া হয়। এরপর সেগুলি প্রকৃত উপভোক্তার কাছে পাঠানো হয়।
স্বামীনাথন জানিয়েছেন, ইন্টারনাল অ্যাকাউন্টগুলির বিরাট ঝুঁকি থেকে যায়। কারণ এটা অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। সেকারণে আমি সি𒁏এফওগুলিকে বলছি যাতে গোটা ব্যাপারটিতে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায়। বোর্ডের অডিট কমিটির কাছে বিষয়টি জানানোর জন্যও বলা হয়েছে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সিএফওর উচিত যাতে অডিটর ও স🐓ুপারভাইজারদের গোটা বিষয় সম্পর্কে পরিচিত করা হয়। 🌃;