'রিমিল ও বিপ্লবদের মৃত্যুর বদলা চাই'! ১ মার্চ বনধের ডাকে বাঘমুন্ডিতে পোস্টার, নেপথ্যে কারা?
১ লা মার্চ জঙ্গলমহল জুড়ে বনধের ডাক মাওবাদীদের। রিমিল ও বিপ্লব সহ অন্যান্য নেতাদের মৃত্যুর বদলা চেয়ে এই পোস্টার পড়েছে বলে জানা গিয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডিতে রাতের অন্ধকারে এই পোস্টার পড়েছে বলে জানা গিয়েছে। পোস্টারে বলা হয়েছে, সরকারি ভাতা ও চাকুরির লোভ দেখিয়ে মাওবাদী ছেলেদের রোখা যাবে না। কে বা কারা এই পোস্টার এলাকায় লাগিয়েছে, তার তদন্তে নেমেছে পুলিশ ও রাজ্যের গোয়েন্দা দফতর।