করোনার দ্বিতীয় ব্যাপকভাবে আক্রান্ত সেনাবাহিনী। সরকারি সূত্রে যে খবর সামনে আসছে, তাতে প্রায় ৫ হাজারেরও বেশি সেনা করোনায় আক্রান্ত হয়ে সেনা হাসপাতালে ভর্তি। উদ্বেগজনক বিষয়, গত ৩ সপ্তাহে সেনাবাহিনীর মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ গুন বৃদ্ধি পেয়েছে।প্রশাসনের তরফে খবর, গত ১৮ এপ্রিল যেখানে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ১,০৬৭, সেখানে ১০ মে সেনাবাহিনীর হাসপাতালে ভর্তির সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫,০৩৪ জন ।তবে উল্লেখযোগ্য বিষয়, সেনাবাহিনীর মধ্যে মৃত্যুর হার অনেকটাই কম।গত বছর করোনা সংক্রমণ সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পর থেকে সেনাবাহিনীতে মৃত্যুর সংখ্যা মাত্র ১৩৩ জন। গত বছর যখন করোনার প্রথম ঢেউ এসেছিল, তখন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৪৫ হাজার ৪১৩ জন। ইতিমধ্যে সেনাবাহিনীতে প্রায় প্রত্যেককেই ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে।এদিকে অবসরপ্রাপ্ত যে সেনা অফিসাররা রয়েছেন, তাদের মধ্যেও আক্রান্তের সংখ্যা সাম্প্রতিককালে বেড়ে গিয়েছে। তিন সপ্তাহ আগে যেথানে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে এখন করোনার দ্বিতীয় ঢেউ আসার পর হাসপাতালে এইসব অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮১৪ জন। তবে গত বছর ধরে এখনও পর্যন্ত ৫,২৪২ জন অবসরপ্রাপ্ত সেনা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে যেভাবে করোনার দ্বিতীয় ঢেউতে সেনাবাহিনীর হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে, তা যথেষ্টই উদ্বিগ্ন প্রশাসনের কর্তারা। সেনা হাসপাতালে শুধু সেনাবাহিনী নয়, ৪৪৮ জন কোভিড আক্রান্ত সাধারণ নাগরিককেও ভর্তি নেওয়া হয়েছে।