শুধু ব্যাঙ্ক ব্যালেন্সই বড় নয়। ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির হৃদয়ও বেশ বড়। এর আগে তার বহু প্রমাণ দিয়েছেন তিনি। সেই তালܫিকায় যুক্ত হল আরও এক নজির। দীর্ঘদিনের করꦯ্মী মনোজ মোদীকে যথার্থই মূল্য দিলেন তিনি। উপহার হিসাবে তাঁর হাতে তুলে দিলেন ১,৫০০ কোটি টাকার বহুতল। মুম্বইয়ের অভিজাত এলাকায় ২২ তলার এই অট্টালিকা উপহার হিসাবে দিচ্ছেন তিনি। ম্যাজিকব্রিক্স সূত্রে মিলেছে এই খবর।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। গোটা ২২ তলা বিল্ডিংটাই বাড়ি হিসাবে উপহার দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। আরও পড়ুন: রাধিকার অদেখা ছবি ফাঁস, ফ্লোরাল কোর্সেট টপে লাস্যময়ী লুক অনন্ত আম্বানির হবু বউয়ের
কিন্তু মনোজ মোদী কে? এতটা গুরুত্ব কেন তাঁর?
রিলায়েন্সের যুগান্তকারী বিভিন্ন চুক্তির সাফল্যের পিছনে অন্যতম মাথা এই মনোজ মোদী। ১৯৮০-র দশকে রিলায়েন্সে যোগ দিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে মুকেশ আম্বানির 'ডান হাত' হয়ে ওঠেন মন🌳োজ মোদী। কোভিডকালে ফেসবুকের সঙ্গে Jio-র প্রায় ৪৩,০০০ কোটি টাকার একটি চুক্তি হয়। যে সময়ে বিশ্বজুড়ে সংস্থারা বিনিয়োগ পেতেই নাকানিচোবানি খাচ্ছিল, সেই সময়েই অভাবনীয় অঙ্কের বিদেশি বিনিয়োগ আনে রিলায়েন্স জিও। এর পিছনেও অন্যতম হাত ছিল মনোজ মোদীর।
মুক♔েশ আম্বানির পর এখন আকাশ আম্বানি ও ইশা আম্বানির সঙ্গে কাজ ক♔রছেন মনোজ মোদী। জিও থেকে শুরু করে রিলায়েন্স রিটেলের কাজকর্ম দেখছেন।
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির ডান হাত। তবে রিলায়েন্স গো💖ষ্ঠীতে তার কিন্তু কোনও তথাকথিত হেভিওয়েট পদ নেই। অথচ তাঁরই নখদর্পণে থাকে সংস্থার সবকিছু। রিলায়েন্সের সাফল্যের পিছনে মুকেশ আম্বানিকে সাহায্য♔ করার বিষয়ে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
তবে এতকিছুর পরেও বরাবরই𒉰 প্রচারবিমুখ তিনি। আর সেই কারণেই খুব কম মানুষ তাঁর বিষয়ে জানেন।
বিশাল বাড়ি
উপহারস্বরূপ দেওয়া এই বিল্ডিংটি মুম্বইয়ের খুব দামি এলাকা, নেপিয়ান সি রোডের। 🍌কয়েক মাস আগ🅷েই এই উপহার দেন মুকেশ আম্বানি।
এই নেপিয়ান সি রোডেই আবাসন সম্পত্তির দাম সাধারণত ৪৫,১০০ থেকে ৭০,৬০০ টাকা প্রতি বর্গফুট করে হয়। সেই হিসাবে মনোজ মোদীর এই নতুন বহুতলের মোট দাম প্রায় ১,৫০০ কোটি টাকা। প্রতিটি ফ্লোর ৮,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত। অর্থাত্ এক-একটি তলাই মধ্যবিত্তের ৮টি ফ্ল্যাটের সমান। ভবনটির মোট ফ্লোর ১.৭ লক্ষ বর্গফুটের। আরও পড়ুন: কোল্ড ড্রিঙ্কস থেকে সাবান, Jio-র মতো দাম কমিয়ে বাজার দখলে নামছেন মুকেশ আম্বানি