'আমি রাহুল সাভারকর নই, আমি রাহুল গান্ধী'- ক্ষমা চাইবেন না কংগ্রেস নেতা
Updated: 14 Dec 2019, 03:33 PM IST'রেপ ইন ইন্ডিয়া' মন্তব্যের জন্য যে তিনি ক্ষমা চাইবেন না, দিল্লিতে সাফ জানিয়ে দিলেন রাহুল গান্ধী। বিজেপি তথা সংঘ পরিবারকে বিঁধে কংগ্রেস নেতার তির্যক মন্তব্য-'আমি রাহুল সাভারকর নই, রাহুল গান্ধী। আমি ক্ষমা চাইব না সত্যি কথা বলার জন্য'। বিজেপির ক্ষমা চাওয়ার দাবিকে উড়িয়ে রাহুল গান্ধী বলেন যে দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদী ও তাঁর 'অ্যাসিসেটন্ট' অমিত শাহর 🧸ক্ষমা চাওয়া উচিত। দেশের শত্রুরা অর্থনীতিকে দুর্বল না করতে পারলেও মোদী করেছেন বলে জানান রাহুলꦑ।সারা দেশ জ্বলছে বলে রাহুলের দাবি যে ভারতবাসীকে বিভক্ত করতে উঠেপড়ে লেগেছে শাসক দল।এর প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে যে রাহুল গান্ধীর নাম রাহুল জিন্নাহ হওয়া উচিত।