ফের শপিংমলে নমাজ পড়া নিয়ে হিতর্ক। এবার ঘটনা মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের। ভোপালের একটি শপিংমলে একদল পুরুষকে নমাজ পড়তে দেখা যায় একটি ভাইরাল ভিডিয়োতে। সেখানে হিন্দুস্তবাদী সংগঠনের কয়েকজনকে দেখা যায়। তারা নমাজের পালটা হনুমান চালিসা পাঠ শুরু করেন শপিংমলে। এই ভিডিয়ো নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল ভিডিয়ো♒টিতে দেখা যাচ্ছে, শনিবার বিকেলে ডিবি মলের একটি বদ্ধ জায়গায় কয়েকজন মুসলিম কর্মচারী নমাজ পড়ছেন। তাতে আপত্তি জানিয়ে ভিডিয়ো তোলেন কয়েকজন হিন্দু কট্টর💫পন্থী।
পরে ভাইরাল ভিডিয়োতে দেখাꦚ যায় শপিংমলে বসে অনেকজন হনুমান চালিসা পাঠ করছেন। ঘটনা প্রসঙ্গে বিক্ষোভরত বজরং দলের সাহ-সংযোজক অভিজিৎ সিং রাজপুত বলেন, ‘আমরা গত এক মাস ধরে তথ্য পাচ্ছি যে কিছু লোক ডিবি মলের দ্বꦍিতীয় তলায় নমাজ পড়ছিলেন। আমরা আজ সেখানে পৌঁছে ১০ থেকে ১২ জনকে নমাজ পড়তে দেখি।’
বজরং দল ডিবি মল ম্য🐼ানেজমেন্টের কাছে এই বিষয়ে আপত্তি জানায়। কিন্তু ঘটনাস্থলে কোনও আধিকারিক উপস্থিত ছিলেন না। রাজপুত বলেন, ‘আমরা নিরাপত্তা তত্ত্বাবধায়কদের সাথে কথা বলেছি এবং নমাজ পাঠ বন্ধ করার জন্য সত𝓀র্ক করেছি। তা না করা হলে বজরং দলের সদস্যরা হনুমান চালিসা এবং রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করবে শপিংমলে বসেই।’ তাঁর আরও অভিযোগ, ‘যদিও সুপারভাইজার বলেছিলেন যে একটি বদ্ধ জায়গায় নমাজ পড়া হচ্ছে, সত্যিটা হল যে একটি খোলা জায়গায় এই নমাজ পড়া হচ্ছিল।’
এদিকে ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ যখন ঘটনাꦓস্থলে পৌঁছে তখন বজরং দলের সদস্যরা শপিংমল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ কোনও অভিযোগ দায়ের করেনি বলে জানা গিয়েছে।