বিদেশ সফরেও প্রধানমন্ত্রী মোদীর মুখে কংগ্রেসের সমালোচনা। জার্মানিতে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে বক্তব্য রাখার সময় কংগ্রেসের পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মোদী। প্রায় ১৬০০ প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতা পেশ করতে গিয়ে 🌜মোদী এদিন কংগ্রেসকে তোপ দেগে বলেন, ‘ওটা কোন হাত ছিল যারা ১ টাকার মধ্যে ৮৫ পয়সা মেরে দিত?’ পাশাপাশি মোদী এদিন দাবি করেন, তাঁর সরকার মানুষের কাছে সব সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
এদিন মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মন্তব্যের উল্লেখ করে বলেন, দেশ যা অর্জন করেছে তার একটি ছোট অংশই জনগণের পকেটে পৌঁছেছে। এর আগে অতীতে এই একই কথা সুপ্রিম কোর্টও বলেছে। এদিকে দেশের উন্নয়ন থেকে মানুষ যাতে উপকৃত হয় তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজꦍেদের কৃতিত্ব দাবি করে এসেছে বিজেপি। এই আবহে গেরুয়া শিবিরের অনেক নেতাকেও এই মন্তব্যটি করতে শোনা গিয়েছে।
আরও পড়ুন: ‘সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক’, ইদে শুভেচ্ছা মোদীর, বার্তা রাষ্ট্রপতি-মমতারও
প্রধানমন্ত্রী বলেন, ‘গত আট বছরে সরকার সরাসরি জনসাধারণের কাছে সুবিধা পৌঁছে দিচ্ছে। উপকারভোগীদের কাছে মোট ২২ লক্ষ কোটিরও বেশি টাকা পৌঁছে দেওয়া হয়েছে সরকারের তরফে।’ তিনি আরও বলেন, ‘ভারতের শাসন ব্যবস্থায় যেভﷺাবে প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে তা নতুন ভারতের নতুন রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন। পাশাপাশি গণতন্ত্রের ক্ষমতার প্রমাণও এটা।’