নাসার মুন মেগা রকেট ঘিরে মহাকাশ বিজ্ঞান গবেষণাকেন্দ্র নাসার প্রস্ত🦄ুতির ছবি ধরা পড়ল। সদ্য সেই Artemis 1 নামক রকেটের রওনা হওয়ার দিনক্ষণ স্থির থাকলেও, তা হতে পারেনি ফ্লোরিডায় ঝড়বৃষ্টির কারণে। কারণ আমেরিকার বুকে সদ্য আসা হ্যারিকেন ইয়ানের ডেরে এই রওনার দিনক্ষণ পিছিয়ে যায়। দেখে নেওয়া যাক চাঁদকে ঘিরে নাসার মেগা মুন রকেটটি কবে রওনা হচ্ছে?
- জানা গিয়েছে, এই রকেট ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই রকেট লঞ্জ হবে। তবে এই꧂ তারিখের মধ্যে কোন বিশেষ তারিখে রয়েছে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। নির্দিষ্ট তারিখ🅷 নিয়ে রয়েছে জল্পনা।
- যখন ফ্লোরিডা প্র♑বল ঝড়ে বিধ্বস্🧸ত তখন এই মুন রকেটে কোনও ক্ষতি হয়নি। সেটায় কোনও ক্ষতি হয়নি।
-নাসা জানিয়✃েছে, রকেটের পরিস্থিতি ভালো রয়েছে। তবে তা🎃র চারপাশে সামান্য জল দাঁড়িয়েছে। যা খুবই নগন্য।
Artemis 1 রকেটটি হ🅺্যারিকোন সংক্রান্💛ত বিভিন্ন বিপত্তির জেরে দেরিতে রওনা হচ্ছে। এছাড়াও একাধিক রকেট এমন রয়েছে, যাজের উত্তরণে দেরি হয়েছে হ্যারিকেনের জন্য।