নয়া অশোক স্তম্ভ নিয়ে বিতর্কের মধ্যেই পালটা মুখ খুললেন হরদীপ সিং পুরী। কেন্দ্রীয় মন্ত্রী খোঁচ🌠া দিলেন, নয়া অশোক স্তম্ভ নিয়ে যে ‘বিশেষজ্ঞরা’ সমালোচনা করছেন, তাঁরা আদতে ইতিহাস জানেন না।
আরও পড়ুন: Owaisi Slams Modi: ‘জাতীয় প্রতীক উন্মোচন করে সাংবিধানিক♕ নিয়ম লঙ্ঘন করেছেন মোদী’, দাবি ওয়াইসির
মঙ্গলবার একাধিক টুইটবার্তায় হরদীপ দাবি করেন, যদি ✨অশোক স্তম্ভের একই প্রতিকৃতি নয়া সংসদ ভবনে বসানো হত, তাহলে তা রেলিংয়ের ওপার থেকে কার্যত দেখা যেত না। ‘বিশেষজ্ঞদের' জানা উচিত, সারনাথে যে অশোক স্তম্ভ আছে, তা ভূপৃষ্ঠের স্তরে আছে। নয়া অশোক স্তম্ভ ৩৩ মিটার উঁচুতে বসানো হয়েছে।
একাধিক ছবি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রীর ব্যাখ্যা, দুটি স্তম্ভের তুলনা করার আগে কোণ, উচ্ꦉচতার মতো বিষয়গুলি মাথা রাখতে হবে। কেউ যদি নীচের দিক থেকে সারনাথের অশোক স্তম্ভ দেখেন, তাহলে নয়া অশোক স্তম্ভের মতোই আক্রমণাত্মক এবং শান্ত মনে হবে। সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, যদি সারনাথের অশোক স্তম্ভের উচ্চতা বাড়ানো হত অথবা নয়া অশোক স্তম্ভের উচ্চতা কমিয়ে দেওয়া হয়, তাহলে কোনও পার্থক্য পাবেন না।
আরও পড়ুন: নতুন 𝓀সংসদ ভবনের🌸 চূড়ায় জাতীয় প্রতীকের আবরণ উন্মোচনে প্রধানমন্ত্রী, ওজন কত?
সোমবার নয়া সংসদ ভবনের ছাদে অশোক স্তম্ভের উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওজন ৯,৫০০ কেজি এবং ৬.৫ মিটার উঁচু। ব্রোঞ্জ দিয়ে সেই অশোক স্তম্ভ। যে শ্রমিকরা সেই কাজ করেছেন, তাঁদের সঙ্গেও কথা বলেন মোদী। তারইমধ্যে অশোক স্তম্ভ নিয়ে শুরু হয় বি✱তর্ক। অভিযোগ করা হয়, জাতীয় প্রতীকের মুখের ভাব পালটে দেওয়া হয়েছে।