জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকর। এর আগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ছিলেন রেখা শর্মা। এবার সেই জায়গায় বসছেন বিজয়া কিশোর। তবে তাঁকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসাবে নাম ঘোষণা করার পরে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সূত্রের খবর, বিজয়া কিশোরের সঙ্গে বিজেপির একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বিজেপির জাতীয় সম্পাদক পদেও রয়েছেন। সেক্ষেত্রে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে বসার পরে তিনি কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন তা ♕নিয়েও নানা প্রশ্ন উঠছে।
মহিলা কমিশনের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে শ্রীমতি বিজয়া কিশোর রাহাতকরকে নিযুক্ত করেছ﷽ে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহিলা কমিশনের নতুন চেয়ারপার্সনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন শ্রীমতি বিজয়া রাহাতকরকে অভিনন্দন। ন্যাশানাল কমিশন ফ꧒র ওমেনের চেয়ারপার্সন করা হয়েছে বিজয়া রাহাতকরকে। তাঁর সাফল্য কামনা করছি। তিনি মহিলাদের অধিকারকে রক্ষা করবেন দেশ জুড়ে।
সেই সঙ্গে অপর একটি টুইট করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, জাতীয় মহিলা কমিশনের সদস্য করা হয়েছে ডাঃ অর্চনা মজুমদারকে। লিঙ্গসাম্যতা, মহিলাদের অধিকারকে রক্ষা করার ম🦩তো কাজে তিনি ন🅰িয়োজিত হবেন। তাঁর এই নতুন কাজের সাফল্য কামনা করছি। লিখেছেন সুকান্ত মজুমদার।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ম𝕴তে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া বিজেপি নেত্রী হিসাবেই পরিচিত। আবার অর্চনা মজুমদারও বাংলার বিজেপি নেত্রী হিসাবেই মূলত পরিচিত। এমনকী অর্চনা মজুমদার নিজে ভোটেও দাঁড়িয়েছিলেন। স🌊েক্ষেত্রে জাতীয় মহিলা কমিশনের কাজে নিরপেক্ষতা কতটা বজায় থাকবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।