সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন শহরে উড়ান পরিষেবা চালু করতে চায় ইন্ডিগো বিমান সংস্থা। সামনেই পুজো আসছে। আর পুজো মানেই বহু পর্যটকের কাছে গন্তব্য হল সিকিম। সেই সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে এবার দেশের একাধিক বিমানবন্দর পর্যন্ত উড়ান চালানোর উদ্যোগ। অক্টোবর থেকে পর্যটন মরশুম শুরু 🐲হচ্ছে। তার আগেই এই উদ্যোগ নেওয়া হতে পারে।
পাকিয়ং থেকে দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই থেকে কলকাতা হয়ে বারাণসী বিমান চালানো𒈔র জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সামনেই পুজোর মরসুম। তার আগে অনেকেই সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে নতুন এই রুটগুলি খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, বর্তমানে পাকিয়ং থেকে কলকাতা ও দিল্লির রুটে বিমান চালায় অন্য একটি বিমান সংস্থা। অন্যদিকে নেপাল থেকে পাকিয়ং পর্যন্ত বিমান চালানোর ব্যাপারে কথাবার্তা চলছে। এক্ষেﷺত্রে নেপাল ভিত্তিক একটি সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে।
এদিকে সিকিমের সঙ্গে♒ উড়ান যোগাযোগ ভারতের শহরগুলির সঙ্গে যত বৃদ্ধি পাবে ততই সিকিমের পর্যটনক্ষেত্রের বিরাট উন্নতি হবে। কারণ সড়ক পথে সিকিম যাওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা হল সড়কপথ মাঝেমধ্যে বেহাল থাকে। পাহাড়ি রাস্তায় রাস্তা ভালো না থাকলে সমস্যা বাড়তে পারে। সেক্ষেত্রে যদি বিমানের ব্যবস্থা থাকে তবে আরও বেশি সংখ্যক পর্যটক সিকিম বেড়াতে যাওয়ার🦩 ক্ষেত্রে আগ্রহী হবেন।