সংশোধিত ২৬এএস ফর্মে (Form 26AS) লেনদেন সংক্রান্ত আরও তথ্য চাওয়া হবে। যা ইনকাম ট্যাক্স রিটার্ন (আইটি রিটার্ন) জমা দেও꧃য়ার সময় করদাতাদের জানাতে হবে। শনিবার♕ একথা জানাল সেন্ট্রাল বোর্ড ডিরেক্ট ট্যাক্সের (সিবিডিটি)।
গত মে'তে নয়া নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আইটি রিটার্ন প্রক্রিয়া এবং মূল্যায়ন প্রক্রিয়াকে আরও কার্যকরী করার জন্য করদাতাদের লেনদেন সংক্রান্ত আরও বিস্ไতারিত তথ্য দিতে হবে বলে জানানো হয়েছিল। ১ জুন থেকে সেইসব পরিবর্তন চালু হয়েছে। উচ্চমূল্যের সব লেনদেন ২৬এএস ফর্মে দেখানো হলে তা যাচাইয়ের সুযোগ পাবে আয়কর দফতর।
শনিবা🅠র সিবিডিটির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সংশোধিত ২৬এএস ফর্মে লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়ার ফলে করদাতারা স্বেচ্ছায় এগিয়ে আসা, কর দায়বদ্ধতা এবং অনলাইন রিটার্ন জমা দেওয়ার পথ আরও সুগম হবে। আর্থিক-সহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়কর দফতরের কাছে সেই লেনদেন সংক্রান্ত তথ্য জমা দেয়। সেই তথ্যও সংশোধিত ফর্মে দেখানো হবে। সিবিডিটি জানি🅰য়েছে, সঠিক করের অঙ্ক হিসাব করার জন্য সেই তথ্য কার্যকারী হবে। একইসঙ্গে কর প্রশাসনে আরও স্বচ্ছতা আসবে এবং বিশ্বাসযোগ্যতা বাড়বে বলে দাবি করা হয়েছে।
আগে ২৬এএস ফর্মে ট্যাꦬক্স ডিডাকশন অ্যাট সোর্স (টিডিএস), ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স (টিসিএস), অন্যান্য কর সংক্রান্ত এবং টিড🐽িএস খেলাপ সংক্রান্ত তথ্য দিতে হত। নয়া ফর্মে আরও বিস্তারিত তথ্য দিতে হবে। পাশাপাশি বাকি থাকা ও সম্পূর্ণ হয়ে যাওয়া আয়কর প্রক্রিয়া এবং আয়কর কত বাকি আছে ও কত ফেরানো হবে, সেই সংক্রান্ত তথ্যও থাকবে।
সিবিডিটি জানিয়েছে, নয়া ফর্মের ফলে আইটি রিটার্ন জমার সময় যাবতীয় আর্থিক লেনদেনের বিষয়ে অবহিত থাকবেন করদাতারা। পাশাপাশি রিটার্নে লেনদেন লুকিয়ে যাওয়ার প্রবণতাও রুখবে বলে দাবি করেছে সিবি꧒ডিটি।