রাজীব জয়সওয়াল
শীঘ্রই অ্যাপের মাধ্যমেই মিলতে পারে আয়কর সংক্রান্ত যাবতীয় পরিষেবা। সেজন্য একটি মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা করছে আয়কর ব🐷িভাগ। তাতে কর জমা, আয়কর রিটার্নের অনলাইন যাচাই, অর্থ ফেরানোর মতো যাবতীয় পরিষেবা মিলবে। নাম গোপন রাখার শর্তে একথ🐬া জানিয়েছেন দুই আধিকারিক।
একইসঙ্গে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পোর্টালের মাধ্যমে করদাতারা যাতে অটো-জেনারেটেড আর্থিক তথ্য সংশোধনের সুবিধা প♑ান, সেজন্য একটি নয়া প্রক্রিয়া শুরু করতে পারে আয়কর বিভাগ। ওই দুই আধিকারিক জানিয়েছেন, সঠিকভাবে বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের করদাতাদের তথ্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাতে কোনও গরমিল ধর𓆏া পড়লে করদাতাদের ভুল সংশোধনের সুযোগ দেওয়ারও প্রস্তাব আছে।
সঠিকভাবে আ✱য়কর রিটার্ন দাখিলের জন্য গত জুলাইয়ে নয়া ফর্ম ২৬এএস চালু করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সস (সিবিডিটি)। তাতে নগদ জমা দেওয়া, নগদ তোলা, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, ক্রেডিট কার্ডের টাকা ꦺমেটানো, মিউচুয়াল ফান্ডে লগ্নি, জিএসটির জন্য নগদ অর্থ সংক্রান্ত তথ্য থাকে। মাধ্যমে সেই ফর্ম নিতে পারেন করদাতারা।
সেই ‘ফেসলেস’ প্রক্রিয়ার ফলে কর ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে দাবি করেছেন সিবিডিটির চেয়ারম্যান পিসি মুডি। একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে করদাতারা নিজেদের আর্থিক তথ্য পাওয়ায় কর ব্যবস্থাও সরল হবে। তিনি বলেন, ‘মূল ধারণাটি হল, করদাতারা জানবেন যে তাঁরা এই এই লেনদে💫ন করেছেন।’
একইসঙ্গে কর সংক্রান্ত বিষয়েꦿ সুবিধার জন্য করদাতাদের ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার করার আর্জি জানান। সিবিডিটির চেয়ারম্যান বলেন, 'ফেডারেশনের মাধ্যমে আমি সব করদ🎀াতাকে (বিশেষত যাঁদের প্যান কার্ড আছে) ই-ফাইলিং পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার আর্জি জানাচ্ছি। প্যানধারীদের ক্ষেত্রে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের যোগাযোগের মাধ্যম ডিজিটাল হয়েছে এবং আরও তথ্য আসবে। যাবতীয় তথ্য পোর্টালে মিলবে। তাই দয়া করে ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার করুন।'
যে করদাতারা সেই পোর্টালে রেজিস্টার করꦓবেন, তাঁদের সঠিক ইমেল আইডি এবং ফোন নম্বর দেওয়ারও আর্জি জানিয়েছেন মুডি। তিনি বলেন, ‘আমরা একটি অ্যাপ চালু করার বিষয়টি বিবেচনা করছি। তা একইসঙ্গে চলছে। সেক্ষেত্রে আমরা করদাতাদের মোবাইল ফোনে (কর সংক্রান্ত) তথ্য দিতে পারব এবং একটি মোবাইলের মাধ্যমে ভালোমতো যোগাযোগ রাখা যাবে।’