জাতীয় পেনশন প্রকল্পের (এনপিএস) গ্রাহকদের জন্য বড়সড় সুখবর। সেই পেনশন প্রকল্প চালু করার বয়সসীমা বাড়াল পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ)। যাঁরা ৬৫ বছরের পর প্রকল্পে যোগ দেবেন, তাঁদের ক্ষেত্রে নিয়ম সংশোধন করা হয়েছে। সেইসঙ্গে তাঁদের এনপিএস তহবিলের একাংশ ইক্যুইটিতে বিনিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, এনপিএস চালু করার সর্বোচ্চ বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ করা হয়েছে।অর্থাৎ ১৮ বছর থেকে ৭০ বছর পর্যন্ত এনপিএসে নাম নথিভুক্ত করা যাবে। ৬৫-৭৫ বছরের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এবং প্রবাসী ভারতীয় এনপিএস চালু করতে পারবেন। পিএফআরডিএয়ের সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, ‘যে গ্রাহকরা ইতিমধ্যে এনপিএস অ্যাকাউন্ট করে দিয়েছেন, তাঁরাও বর্ধিত বয়সসীমা অনুযায়ী নয়া অ্যাকাউন্ট খুলতে পারেন।’ তবে যে গ্রাহকরা ৬৫ বছরের পর এনপিএস চালু করবেন, তাঁরা ‘অটো চয়েস’-এর আওতায় সর্বোচ্চ ১৫ শতাংশ ইক্যুটিতে বিনিয়োগ করতে পারবেন। পিএফআরডিএয়ের তরফে বলা হয়েছে, ‘যাঁরা ৬৫ বছরের পর এনপিএস অ্যাকাউন্ট চালু করবেন, তাঁরা পিএফ (পেনশন ফান্ড) এবং সম্পদ বণ্টনের নিয়মের সুবিধা নিতে পারবেন। তাতে সর্বাধিক ১৫ শতাংশ ইক্যুইটিতে দেওয়া যাবে এবং অটো ও অ্যাকটিভ চয়েসের আওতায় সর্বাধিক ৫০ শতাংশ বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা।’অন্যদিকে, যাঁরা ৬৫ বছরের পর এনপিএস অ্যাকাউন্ট খুলবেন, তাঁদের ‘সাধারণভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন তিন বছর পরে।’ পিএফআরডিএয়ের তরফে জানানো হয়েছে, যদি তিন বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে তা ‘প্রি-ম্যাচিওর এগজিট’ হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে ধাপে ধাপে ৮০ শতাংশ টাকা তোলা যাবে। বাকি অর্থটা একলপ্তে তুলতে পারবেন গ্রাহকরা। যদি অ্যাকাউন্টে অর্থের পরিমাণ ২.৫ লাখ টাকার কম হয়, তাহলে গ্রাহকরা একবারেই পুরো টাকা তুলতে পারবেন। গ্রাহকের মৃত্যু একলপ্তে টাকা পাবেন নমিনি।