সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ঘুরছে। বলা হচ্ছে, কংগ্রেস-শাসিত রাজস্থান এবং ছত্তিশগড়ের সিদ্ধান্তের পর শিক্ষা পেয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতে বর্তমান নয়া জাতীয় পেনশন স্কিম (এনপিএস) বাতিল করবে কেন্দ্র। ফিরিয়ে আনা হবে পুরানো পেনশন প্রকল্প। সোমবার এই দাবি অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। এমন কোনও অভিপ্রায় নেই বলে স্পষ্ট জানানো হয়েছে।বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে ছত্তিশগড়ের বস্তারের কংগ্রেস সাংসদ সরকারকে এ বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, কেন্দ্র সরকারের এনপিএস বাতিল করার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারীকে পুরনো পেনশন স্কিমের (ওপিএস) অধীনে ফিরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা আছে কিনা। প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্কী ডঃ ভাগবত কারাড বলেন, ভারত সরকারের অধীনে এমন কোনও প্রস্তাব বিবেচনাধীন নয়।অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ২০০৩ সালে পুরানো পেনশন স্কিম বাতিল করেছিল। এরপর ২০০৪ সালের ১ এপ্রিল জাতীয় পেনশন স্কিম চালু হয়। পেনশনের বড় দায় থেকে রেহাই পেতে কেন্দ্রীয় সরকার জাতীয় পেনশন প্রকল্প চালু করেছিল। এতে সুবিধাভোগীদের অর্থাত্ সরকারি কর্মচারীদের সিদ্ধান্ত নিতে দেওয়া হয় যে, তাঁরা তাঁদের অর্থ কোথায় বিনিয়োগ করতে চান। তাঁদের কর্মজীবন জুড়ে একটি পেনশন অ্যাকাউন্টে নিয়মিত টাকা রাখার মাধ্যমে এটি করা যেতে পারে। অবসর গ্রহণের পরে, তাঁরা পেনশনের মোট পরিমাণের একটি অংশ তুলে নিতেন পারেন। অন্যদিকে, পুরানো পেনশন স্কিমে সরকার এবং কর্মচারীদের পেনশন তহবিলে সমান-সমান অবদান থাকত। পুরানো পেনশন স্কিমে একজন সরকারি কর্মচারীর পেনশনের পরিমাণ শেষ মাসের বেতনের ৫০% হত।রাজস্থান এবং ছত্তিশগড় আগামী অর্থবর্ষ থেকে পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রিপোর্ট অনুসারে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাহুল গান্ধীকে বলেছিলেন যে, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং এমনকী বিজেপিশাসিত রাজ্য সরকারগুলিও ওপিএস নিয়ে কমিটি গঠন করেছে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব উত্তরপ্রদেশ নির্বাচনে তাঁর জোট জিতলে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।