আজ বাজেটে নয়া আয়কর কাঠামোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে করদাতাদের করযোগ্য আয় ৬ লাখ টাকা থেকে ৭ লাখ টাকার মধ্যে পড়ে এবং যে করদাতাদের করযোগ্য আয় ৯ লাখ টা🐠কা থেকে ১০ লাখ টাকার মধ্যে পড়ে, তাঁরা লাভবান হচ্ছেন। কারণ তাঁদের আয়করের হার যথাক্রমে ১০ শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ এবং ১৫ শতাংশ থেকে কমে ১০ শতাংশ কমে গিয়েছে। অন্যদিকে, বেতনভোগীদের স্ট্যান্ডার্🏅ড ডিডাকশনের অঙ্কটা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে।
নয়া আয়কর কাঠামো (বাজেটে ঘোষণা করা হল)
নয়া আয়কর কাঠামো (আগে ছিল)
পুরনো আয়কর কাঠামো
আয়কর নিয়ে আরও ২ গুরুত্বপূর্ণ ঘোষণা বাজেটে
১) স্ট্যান্ডার্ড ডিডাকশন: ২০১৯ সালের বাজেট থেকে ৫০,০০০ টাকা ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন। অবশেষে সেটা বাড়ানো হল🌺। মঙ্গলবার কেন্দ্র💫ীয় মন্ত্রী জানান যে বেতনভোগী কর্মচারীদের স্ট্যান্ডার্ড ডিডাকশনের অঙ্কটা ২৫,০০০ টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে তাঁরা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ ৭৫,০০০ টাকা ক্লেইম করতে পারবেন। তাঁদের যে করযোগ্য আয় (স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে) হত, সেটা থেকে ৭৫,০০০ টাকা কমিয়ে ফেলা যাবে।
২) পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনরা যে করছাড় পান, সেটার সীমা বাড়ানোꦅ হল। এতদিন যেটা ছিল ১৫,০০০ টাকা, সেটা বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে।
সীতারামন কী বলেছেন?
আয়কর সংক্রান্ত ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘এইসবের ফলে প্রায় চার কোটি সাধারণ নাগ♉রিক এবং পেনশনভোগী রেহাই পাবেন।’𒐪 সেইসঙ্গে তিনি জানান, নয়া আয়কর কাঠামোর ফলে করদাতারা সর্বোচ্চ ১৭,৫০০ টাকা বাঁচাতে পারবেন।