মাত্র ৪ মাস। আর তার মধ্যেই অ্যালকোহল সেবনের জন্য উড়ান ক্রু-র বিরুদ্ধে ৪৮টি কেস। এমনটাই জানাল বিমান চলাচল নিয়ন্ত্রক- ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।ডিজিসিএ গত মাসেই এ বিষয়ে সতর্কতা জারি করেছিল। তারা জানায়, এয়ারলাইনগুলিকে নিশ্চিত করতে হবে যাতে ককপিট এবং কেবিন-ক্রু সদস্যদের ৫০%-এর যেন প্রতিদিন প্রি-ফ্লাইট অ্যালকোহল পরীক্ষা করা হয়।কোভিড মহামারীর আগেও, এই প্রি-ফ্লাইট অ্যালকোহল পরীক্ষা করা বাধ্যতামূলক ছিল। তবে মহামারী পরিস্থিতিতে সেই নিয়ম কয়েক মাসের জন্য স্থগিত করা হয়। পরে অল্প সংখ্যায় সেটা আবার বৃদ্ধি করা হয়।১ জানুয়ারি ২০২২ থেকে মোট চার মাসে, ডিজিসিএ ক্রুদের অ্যালকোহল সেবনের জন্য ৪৮টি এনফোর্সমেন্ট অ্যাকশন চালিয়েছে, একটি বিবৃতিতে জানিয়েছে ডিজিসিএ। ডিজিসিএ জানিয়েছে এটুকু সময়েই মোট ৯ জন পাইলট এবং ৩২ জন কেবিন ক্রু-র অ্যালকোহল টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে, দুই পাইলট এবং দুই কেবিন ক্রু দ্বিতীয়বার পজিটিভ হয়েছেন। তাঁদের তিন বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাকি ৩৭ জন ক্রু মেম্বারকে অ্যালকোহল পজিটিভ রিপোর্টের জন্য তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।