২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে 🅺গণধর্ষণের পরে এক তরুণীর উপরে নৃশংস অত্যাচার ও তাঁর সঙ্গীকে বেধড়ক মারধরের পরে ফেলে পালিয়ে যায় ৬ দুষ্কৃতী। ২৯ ডিসেম্বর তরুণীর মৃত্যু হয়ꦯ। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ঘটনায় জড়িত ৪ দুষ্কৃতীর ফাঁসি কার্যকর হয়েছে।
‘নির্ভয়া’ হিসেবে পরিচিতা নিহত তরুণী ও তাঁর পুরুষ সঙ্গীর উౠপরে অকথ্য অত্যাচার চালানো এই ছয় দুষ্কৃতী সেই অভিশপ্ত রাতে ঠিক কী কী করেছিল, কতটা গুরুতর ছিল তাদের অপরাধ, দেখে নেওয়া যাক পিছন ফিরে।
• দক্ষিণ দিল্লির সাকেতের এক সিনেমা হলে ‘লাইফ অফ পাই’ ছবি 🌺দেখে অটোরিকশায় মুনিরকা বাস স্ট্যান্ডে রাত ৯টা নাগাদ পৌঁছন তরুণী ও তাঁর বন্ধু।
• বাড়ি ফেরার জন্য কোন🦩ও গণপরিবহণ না পেয়ে শেষে একটি বেসরকারি বাসে তাঁরা উঠে পড়েন।
আরও পড়ুন: দীর্ঘ আইনি জটের শেষে ৪ আসামির ফাঁসি, একনজরে ঘটনাপঞ্জি
• বাসে উঠে তাঁরা চালকের কেবিনে চার জন এবং বাসের ভিতরে দুই জনকে বসে থাকতে দেখেন। তাদের মধ্যে একজন ডানদিকে এবং🥂 অন্য জন বাঁ দিকের আসনে বসেছিল।
• ব🌌াঁ দিকের সারির দ্বিতীয় আসনে পাশাপাশি বসেন তরুণী ও তাঁর বন্ধু। বাসভাড়া হিসেবে দেন ২০ টাকা।