সোমবার দিল্লিত♏ে এক নীতি আয়োগ কর্তা করোনা পজিটিভ প্রমাণিত হয়েছেন। তার জেরে সিল করে দেওয়া হয়েছে সংস্থার দিল্লির প্রধান দফতরের তিনতলার অফিস। পুরোদমে চলেছে স্যানিটাইজেশন প্রক্রিয়া।
লকডাউনের নিষেধাꦐজ্ঞা কিছুটা শিথিল করে সরকারি দফতরগুলি চালু করার পরে একের পর এক সংক্রমণের ঘটনা প্রকাশিত হচ্ছে। বেশ কিছু সরকারি আধিকারিক ও কর্মী ইতিমধ্যে করোনা পজিটিভ প্রমাণিত 𓂃হওয়ায় প্রশ্ন উঠেছে সরকারি দফতরে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে।
কিছু দিন আগেই নয়া দিল্লির বিদেশ মন্ত্রকে কর্মরত কমপক্ষে দুই জন আধিকারিক করোনা পজিটিভ ধরা পড়েন। তাঁদের মধ্যে একজন মন্ত্রকের মধ্য ইউরোপ বিভাগে কর্মরত রয়েছেন। অন্য জন মন্ত্রকের আইন বিভাগে লিগাল অফিসার পদে নিযুক্ত রয়েছেন🎀, জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
আরও পড়ুন: দিল্লিতে 𓂃ICMR-এর শীর্ষ বꦗিজ্ঞানী করোনা পজিটিভ, কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
ঘটনার জেরে বিদেশ মন্ত্রকের মধ্য ইউরোপ বিভাগের সব কর্মীকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ℱ২৭ মে প্রকাশিত নোটিশে তাঁদের বাড়ি থেকে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।
♋ এর আগে দক্ষিণ দিল্লি পুর নিগমের (SDMC) এ🌺ক সাফাইকর্মী করোনা আক্রান্ত হয়ে মারা যান।