গত অক্টোবর মাস থেকে তপ্ত মধ্🅠যপ্রাচ্য়। ইজরায়েল বনাম হামাস যুদ্ধে আজও রক্তাক্ত গাজা। এদিকে, তারই মধ্যে হামাসের হাতে এখনও পণবন্দি বহু মানুষ। সেই পণবন্দিদের মুক্তির চেষ্টা ও গাজা যুদ্ধের পরিস্থিতি নিয়ে একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বৈঠকে। সোমবার নেতানিয়াহুর সঙ্গে অজিত ডোভালের এই উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের কূটনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়েছে, অজিত ডোভালের সঙ্গে তাঁর বৈঠকে ‘ পণবন্দিদের মুক্তির প্রচেষ্টা এবং মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে।’ ইতিমধ্যেই ডোভাল ও নেতানিয়াহু সাক্ষাতের ছবি পোস্ট করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর। সেখানে লেখা রয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে গাজা উপত্যকায় যুদ্ধের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তাকে আপডেট করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্লেখ্য, সদ্য রবিবারও গাজার বুকে ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘাতের নানান খবর উ🤡ঠে আসতে থাকে। এদিকে, ইসলামধর্মাবলম্বী দেশগুলি ইতিমধ্যেই পবিত্র রমজান মাসের উদযাপন শুরু করেছে। সেই পরিস্থিতিতে গাজায় যুদ্ধের পরিবেশ বিশ্বকে উদ্বেগে রেখেছে।
প্রসঙ্গত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ বেশ ত🅷াৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে, কাতারে ভারতের নৌসেনার প্রাক্তন ৮ কর্মীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরও শোনা গিয়েছে, বহুবার কাতার সফরে গিয়েছিলেন অজিত ডোভাল। পরবর্তীতে দেখা যায়, কাতারের থেকে ওই ৮ প্রাক্তন সেনাকর্মী মুক্তি পেয়ে ভারতে ফেরেন। এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে অজিত ডোভালের আলোচনায় এদিন গাজা যুদ্ধ, পণবন্দিদের মুক্তির চেষ্টা ছাড়াও মানবিক সহায়তা নিয়ে কথাবার্তা হয়েছে বলে খবর। এর আগে, গত ৭ অক্টোবরে হামাসের নারকীয় হামলার পর থেকে গাজা ভূখণ্ডে ইজরায়েলের প্রবল সংহার দেখা যায় হামাসকে টার্গেট করে। নেতানিয়াহু বলেছিলেন, ‘ আমরা ছেড়ে দেব না। আপনারা জানেন রেড লাইন কী? .. যাতে অক্টোবর ৭ আর না হয়… কোনও দিনও না হয়… আর তার জন্য হামাসের জঙ্গি বাহিনীকে সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে হবে।’ এই পরিস্থিতিতে হামাসের রাজনৈতিক নেতা, ইসমাইল হানিয়াহ বলেছেন, রমজানের আগে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরে জঙ্গি গোষ্ঠীটি ইসরায়েলের সাথে অব্যাহত মধ্যস্থতামূলক আলোচনার জন্য এখনও উন্মুক্ত। এই প্রেক্ষাপটে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণ ✱বলে মনে করা হচ্ছে।