বিভিন্ন মহল থেকে একটা জল্পনা ছড়িয়েছিল যে আয়াতুল্লাহ আলি খামেনেই, ইরানের সর্বোচ্চ নেতা, তিনি নাকি অত্যন্ত অসুস্থ। তিনি নাকি কোমায় চলে গিয়েছেন। ♔তবে এবার তাঁর অফিস থেকে একটি ছবি এক্স হ্যান্ডেলไে পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে তিনি লেবাননে থাকা ইরানের দূত মুজতবা আমানির সঙ্গে কথাবার্তা বলছেন।
একাধিক মিডিয়া রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছিল যে আয়াতুল্লাহ নাকি অত্যন্ত অসুস্থ। ৮৫ বছর বয়সি আয়াতুল্🐓লাহ নাকি অসুস্থ হয়ে কোমায় চলে গি🍎য়েছেন। এদিকে তিনি তাঁর ৫৫ বছর বয়সি পুত্রকে তাঁর উত্তরাধিকার মনোনীত করেছেন। একটি গোপন মিটিংয়ের মাধ্যমে তিনি এটা করেছেন। গত অক্টোবর মাসে নিউ ইয়র্ক টাইমসে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানেই দাবি করা হয়েছিল যে খামেনেই অত্যন্ত অসুস্থ।
তবে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করা হয়েছে, আয়াতুল্লাহ খামেনেই ইসলামিক রেভলিউশনের নেতা, তিনি মুজতবা আমানির সঙ্গে দেখা করেছেন ও কথা বলেছে꧃ন। তিনি লেবাননে ইসলামিক রিপাবলিক অফ ইরানের নেতা। রোজকার মিটিংয়𒊎ের পাশাপাশি তিনি দুপুরে এই মিটিংটাও করেছেন।
এদিকে লেবাননে যখন হামলা হয়েছিল তখন অন্তত ৩০০০জন আহত হয়েছিলেন। তার মধ্য়ে আমানি অন্য়তম। সেই হামলায় অন্তত ৩৯জন মারা যান। এদিকে ইরান ও হিজবুল্লাহর 🦄তরফে দাবি করা হয়েছিল এর পেছনে রয়♒েছে ইজরায়েল।
এদিকে এরপর আমানি আমানি তার স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্টও পেশ করেন। গত মাসে আয়াতুল্লাহ আলি খামেনেই বক্তব্য রেখে🏅ছিলেন। ইরান যখন ১৮০টি মিসাইল উৎক্ষেপন করেছিল তখনই আয়𝓰াতুল্লাহ আলি খামেনেই বক্তব্য রাখেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন ইজরায়েল বেশিদিন টিকবে না।
তেহরানের একটা মসজি🙈দে তিনি বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেছিলেন ইজরায়েলের উপর যে মিসাইল হানা এটা হল জনসাধারণের সেবার অঙ্গ।
হ🍰াতে একটা বন্দ🐎ুক নিয়ে তিনি বলেছিলেন ইজরায়েল হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে টিকতে পারবে না।
এদিকে ইরান হামাস ও হিজবুল্লাহ উভয়কেই সমর্থন করছে। এদিকে ইজরায়েলের সঙ্গে তাদের লড়াই অব্যাহত। সেই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে খবরে বলা হচ্ছিল যে ইরানের সর্বময় নেত🐼া নাকি ভীষণ অসুস্থ। তিনি নাকি কোমায় চলে গিয়েচেন। এবার তিনি এক্স হ্যান্ডেলে নিজের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখানো হয়েছে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করছেন তিনি। কার্যত তিনি যে অসুস্থ নন, বেঁচে আছেন সেটা প্রমাণ করার জন্যই এই ছবি।