দেবব্রত মোহান্তি
ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়েক শ🗹নিবার ঘোষণা করেছেন, ন্যাশানাল ওল্ড এজ পেনশন স্কিমে প্রতি মাসে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। মাসিক পেনশন মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। ইন্দিরা গান্ধী ন্যাশানাল উইডো পেনশন স্কিম ও মধুবাবু পেনশন যোজনার ক্ষেত্রে এই অর্থ বৃদ্ধি করা হয়েছে। ৩৬ লাখ মানুষের জন্য় এই সুবিধা দেওয়া হচ্ছে।
আধিকারিকরা জানিয়েছেন, ৫৭ লাখ উপভোক্তাদের জন্য় এই স্কিম লাগু করা হয়েছে। এই মাস থেকেই বাসিন্দারা এই অতিরিক্ত টাকাটা পাব꧙েন। এর জেরে ওড়িশা রাজ্যে অতিরিক্ত ৩,৬৮৩ কোটি টাকা খরচ হতে পারে।
ওড়িশায় ২০.৩৩ লাখ মানুষ ন্যাশানাল ওল্ড এজ পেনশন স্কিম ও ইন্দিরা গান্ধী ন্যাশানাল উইডো পেনশন স্কিমের আওতায় পেনশন প♛াচ্ছেন। মধꩵুবাবু পেনশন যোজনার আওতায় ৩৬.৭৫ লাখ মানুষ এই পেনশন পাচ্ছেন। বৃদ্ধ ও অক্ষম মানুষরা এই ধরনের স্কিমের টাকা পাচ্ছেন।
ন্যাশানাল ওল্ড এজ পেনশন স্কিমের আওতায় ৬০ বছর থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা প্রতি মাসে ১০০০ টাকা করে পান। আর ৮০ বছরের বেশি হলে তাঁরাই পান ১২০০ টাকা করে। ২০০৮ সালের জানুয়ারি মাস থেকে চালু হয়েছে মধুবাবু পেনশন যোজনা। এখানে ৬০ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা ১০০০ টাকা করে পেনশন পাবেন। এছাড়াও🐎 বিধবারা, কুষ্ঠ রোগীরা, চোখে দেখার ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে, যারা স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না, এমনকী এইডস রোগে আক্রান্তরাও ১০০০ টাকা করে পান।
এদিকে ২০১৯ সালের ভোটের আগেও নবীন পট্টনায়ক জানিয়েছিলেন ২০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হবে। এবার ফের কিছু 🌌টাকা বৃদ্ধি করা হল।🅺 এর জেরে প্রচুর মানুষ উপকৃত হবেন। বহু মানুষ এর সুবিধা পাবেন বলে খবর।