ওমিক্রনের দাপট রুখতে এবার বিশেষ নির্দেশ অসামরিক বিমানপরিবহণ মন্ত্রকের।ঝুঁকিপূর্ণ দেশ থেকে যাঁরা দেশে ফিরবেন তাঁদের আগে থেকে আরটিপিসিআর পরীক্ষার জন্য বুকিং করে রাখতে হবে। আগামী ২০শে ডিসেম্বর থেকে দেশের ৬টি বিমান বন্দরে এই নয়া নিয়ম জারি হচ্ছে।এয়ার সুবিধা পোর্টালকে এক্ষেত্রে আরও উন্নত করা হচ্ছে। আরটিপিসিআর টেস্টের প্রি বুকিং এক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ দেশ থেকে যাঁরা আসছেন ও জার্নির ১৪দিনের মধ্যে তাঁরা ওই দেশগুলিতে গিয়ে থাকলে তাঁদের টেস্টের জন্য প্রি বুকিং করতেই হবে। সেল্ফ ডিক্লারেশন ফর্ম পূরণের সময়ই যাত্রীরা করণীয় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন। ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ বিমানবন্দরে যাঁরা নামবেন তাঁদের কোভিড পরীক্ষার জন্য প্রি বুকিং থাকতেই হবে। প্রথম দফায় দেশের ৬টি বড় বিমানবন্দরের ক্ষেত্রেই এটা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে মন্ত্রকর তরফে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত এয়ারলাইনস যাতে কোভিড টেস্টের প্রি বুকিংয়ের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে যায়। তবে এর সঙ্গেই বলা হয়েছে, যদি কোনও যাত্রীর প্রি বুকিং করার ক্ষেত্রে সমস্যা থাকে তবে তাঁকে ফ্লাইটে চাপতে বাধা দেওয়া যাবে না। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনস সেই যাত্রীকে চিহ্নিত করে বিমানবন্দরেই টেস্টিংয়ের ব্যাপারে নিয়ে যাবে।