ডে🔴লিভারির জন্য পরীক্ষামূলকভাবে দৃষ্টিসীমার বাইরে (বিভিএলওএস) ড্রোন ওড়ানোর অনুমতি পেল জোম্যাটো, সুইগি, ডুনজোর মতো সং🍸স্থা। নাম গোপন রাখার শর্তে একথা জানিয়েছেন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) এক আধিকারিক।
সূত্রের খবর, ডেলিভারি সংস্থার পাশাপাশি স্পাইসজেট, অ্যাসটেরিয়া অ্যারোস্পেস-সহ ১৩ টি সংস্থাকে প𒈔রীক্ষামূলকভাবে ড্রোন ওড়ানোর সবুজ সং🥃কেত দিয়েছে ভারতের বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা।
পরীক্ষামূলকভাবে লম্বা দূরত্বের ড্রো🌠ন চালানোর সিদ্ধান্ত গত বছরই ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় এই জাতীয় বিভিএলওএস ড্রোন ওড়ানোর বাণিজ্যিক সম্ভাবনার দিকটি খতিয়ে দেখতে চেয়েছিল ডিজিসিএ। সেজন্য ২০১৯ সালের শুরুর দিকে বিভিএলওএস এক্সপেরিমেন্ট অ্যান্ড মনিটরিং কমিটি (বিম) গঠন করা হয়েছিল। বিভিন্ন সংস্থাকে আহ্বান জানানো হয়েছিল। একাধিক দফায় বৈঠক, বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পর জ্যোমাটো, সুইগি, জিপলাইন অ্যান্ড রেড উইংয়ের মতো সংস্থাকে পরীক্ষামূলক উড়ানের জন্য নির্বাচন করেছে কমিটি।
আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সেই পরীক্ষামূলক ড্রোন উড়ান চালু হতে পারে এবং স্থানীয় স্তরে ড্রোন-নির্ভর পরিষেবা চালুর প🍬থে সেটাই হতে চলেছে ভারতের প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপে রীতিমতো উচ্ছ্বসিত সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে যখন সংস্পর্শবিহীন ডেলিভারির উপায়ের সন্ধান চালাচ্ছে,ꦰ তখন ড্রোনের মাধ্যমে ডেলিভারির অনুমোদন ভারতকে নয়া দিশা দেখাতে পারে। আর আপাতত সেই আশায় রয়েছেন তাঁরা।