ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ইউক্রেনের বুকে রুশ হামলার পরই সেখানে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে ৪৬ টি বিমান সেদেশে উড়ে যাচ্ছে। এই গোটা উদ্ধার﷽ পর্বের নামকরণ 'অপারেশন গঙ্গা'। মার্চ মাসের ৮ তারিখ পর্যন্ত এই বিশেষ অপারেশন চালু থাকবে ভারত সরকারের পক্ষে থেকে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৪৬ টির মধ্যে ২৯ টি বিমান যাবে রোমানিয়ার বুকারেস্টে আর ১০ টি বুদাপেস্টে যাবে। বাকি ৬ টি বিমান পোল্যান্ডে ও ১ টি বিমান স্লোভাকিয়ায় যাবে।
উল্লেখ্য, যে বিমানඣগুলি উড়ে যেতে চলেছে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে সেই বিমানের তালিকায় রয়েছে এয়ার ইন্ডিয়া , যে বিমানের আসন সংখ্যা ২৫০, ১৮০ আসন যুক্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রয়েছে, ২১৬ আসন নিয়ে রয়েছে ইন্ডিগোর বিমান ও স্পাইস জেটের ১৮০ টি আসনের সংখ্যা। ২ রা মার্চ রোমানিয়া, হাঙ্গেরি ,পোল্যান্ড, স্লোভাকিয়ার স্থানীয় সময় অনুযায়ী ছাড়বে বিমান। বিমানের সময়কাল- বুকারেস্ট থেকে সকাল ১১.৩০মিনিট , ৩ টে, রাত সাড়ে ১১ টা, কোসাইস থেকে বিকেল ৫.৫০ মিনিট, বুকারেস্ট থেকে ১.২০ মিনিট, বুদাপেস্ট থেকে ৫,২৫ মিনিট, ৭.২৫ মিনিট, জাশফ থেকে সন্ধ্যে ৬.৫০ মিনিট, বুকারেস্ট থেকে দুপুর ২.৩০ মিনিট, ৩.৩০ মিনিট ও জাঁশফ থেকে রাত ৮.৫০ মিনিটে ছাড়ছে প্রথম দিনের ফ্লাইট। এরপর রয়েছে ৩ রা মার্চের বিমান। সেদিন বুকারেস্ট থেকে ৪ টি বিমান, জাঁশফ থেকে ২ টো ও জাঁশফ থেকে ৪ টি বিমান রয়েছে। ৪ ঠা মার্চ বুকেরেস্ট থেকে ৩ টি বিমান রয়েছে। ৫ ও ৬ মার্চ বুকারেস্ট থেকে প্রতিদিন ২ টি করে বিমান ছাড়বে, এই বিমানের সময়কাল দুপুর ১.২০ ও রাত ১১ টা ১৫ মিনিট। ৭ ও ৮ মার্চেও ২ দিন একই সময় বিমান ছাড়বে। তবে সেই ২ দিনে মোট ৩ টি বিমান ছাড়বে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ইন্ডিগোর ২টি বিমান ও জেট এয়ারওয়েজের একাধিক বিমান রওনা হয়ে ইউক্রেন থেকে ফিরিয়ে আনতে শুরু করেছে সেখানে আটকে পড়া ভারতীয়দের। রোমানিয়া পৌঁছে গিয়ে ইউক্রেনের ভারতীয়দের ফিরিয়ে আনার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিকে, ভারতীয় পড়ুয়ারা ঘরে ফিরতেই তাঁদের সাদরে গ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি💧 ইরানি সহ বহু বিশিষ্টরা।