কবে আসবে গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস? কবে আসবে গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস? দীর্ঘ জল্পনার পরে অবশেষে শনিবার ময়দানে নেমে পড়েছে গেরুয়া বন্෴দে ভারত এক্সপ্রেস। তবে কোন রুটে সেই নয়া রঙের বন্দে ভারত চালু হচ্ছে, তা এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী, বাইরের রং পরিবর্তন করা হলেও গেরুয়া বন্দে ভারত এক্সপ্রেসেꩵ ভিতরের সাজসজ্জার কোনও পরিবর্তন করা হয়নি। বরং যাত্রীদের মতামত অনুযায়ী আগেই যে সব পরিবর্তন আনা হচ্ছিল, সেগুলি আট কোচের গেরুয়া রঙের বন্দে ভারতের ভিতরের সাজসজ্জায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমনিতে নয়া ধাঁচের যে বন্দে ভারত তৈরি করা হচ্ছে, তাতে মোট ২৫ রকম পরিবর্তন আনা হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই নয়া বন্দে ভারতের (নীল-সাদা) অন্দর সাজসজ্জায় যে ২৫টি পরিবর্তন আনা হয়েছে, তা গেরুয়া বন্দে ভারতেও আছে। এক্সিকিউটিভ চেয়ার কারের আসনের রং পরিবর্তন, এক্সিকিউটিভ চেয়ার কারের যাত্রীদের পা রাখার জন্য বড় জায়গা, বসার জায়গা নরম করা, বেসিনের আকার বড় করা (যাতে জল উপচে মেঝেতে পড়ে না যায়), শৌচাগারে আলোর মাত্রা বৃদ্ধি, এক্সিকিউটিভ চেয়ার কারে⛦র যাত্রীদের জন্য একাধিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মতো একাধিক পদক্ষেপ করা হয়েছে। যে সব পরিবর্তনের ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়বে।
গেরুয়া বন্দে ভারত আনার মধ্যেই স্লিপার বন্দে ভারত চালඣু করর জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় রেল। প্রাথমিকভাবে ১২০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তৈরির বরাত পেয়েছে ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এবং রাশিয়ার সংস্থা ট্রান্সমাস হোল্ডিং (টিএমএইচ) গ্রুপের যৌথ সংস্থা। যে সংস্থার মধ্যে জটিলতাও তৈরি হয়েছিল। যদি পরবর্তীতে সেই জটিলতা কেটে গিয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
অন্যদিকে, ৮০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করবে ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড (ভেল) এবং টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (টিআরএসএল)। শুধু তাই নয়, টিটাগড়ের হাতে যে স্লিপার বন্দে ভারত তৈরির বরাত এসেছে, সে༒গুলি পশ্চিমবঙ্গের হুগলিতে তৈরি করা হবে। একাধিক মহলের দাবি, আগামী বছরের মধ্যে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম প্রোটাটাইপ তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়൩া হয়েছে।