অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনীর কাছ থেকে ডিভোর্স পেলেন বিজেডি এমপি ত𝓡থা অভিনেতা অনুভব মোহান্তি। ওড়িশা হাইকোর্ট বৃহস্পতিবার এই ডিভোর্স মঞ্জুর করেছে। হাইরোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি অরিন্দম সিনহা ও শিবশঙ্কর মিশ্র স্থানীয় পারিবারিক আদালতের রায়কে খারিজ করে দিয়েছে। গত সেপ্টেম্বর মাসে ওই আদালত ডিভোর্সের আবেদনকে খারিজ করে দিয়েছিল।
তবে ডিভিশন বেঞ্চে এটা দেখা যায় য༺ে ২০১৪ সালে তাদের মধ্য়ে বিয়ে হয়েছিল। কিন্তু অনুভব মোহান্তির স্ত্রী তাঁর সঙ্গে আতঙ্কে অন্তরঙ্গ হতেন না,এটা কার্যত নিষ্ঠুর👍তার সমান। এই গ্রাউন্ডে হাইকোর্ট ডিভোর্সের আবেদন মঞ্জুর করে।
মোহান্তি ২০১৯ সালে নিউ দিল্লি কোর্টে ডিভোর্স ফাইল করেছিলেন। পরে প্রিয়দর্শিনীর আবেদন♔ের🍬 ভিত্তিতে সেই মামলাকে সুপ্রিম কোর্ট পারিবারিক আদালতে পাঠিয়ে দেয়।
এ🧸সবের মধ্য়েই একে অপরের বিরুদ্ধে সোশ্য়াল মিডিয়ায় কাদা ছুঁড়তে শুরু করেন। এমনকী স্থানীয় থানাতেও তাঁরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানান।
তবে ২০২꧋২ সালের মে মাসে হাইকোর্ট জানিয়ে দেয় এভাবে সোশ্য়াল মিডিয়ায় এই ধরনের আচরণ করবেন না। এনিয়ে ভিডিয়ো পোস্ট না করার জন্য় আদালত দ൩ুজনকেই বারণ করে।
ౠপꦫিটিআই সূত্রে জানা গিয়েছে, পারিবারিক আদালত মোহান্তির ডিভোর্সের আবেদনটা খারিজ করে দিয়েছিল।
কার্যত বড় স্বস্তি পে🃏লেন বিজেডি এমপি। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেছিলেন। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনুভব ও বর্ষা পরিচিত জুটি ছিলেন। তবে ৬ বছর ধরে তাঁদের এই সম্পর্ক কার্যত তলানিতে গিয়েছিল। অনুভব দাবি করেছিলেন তাঁর সঙ্গে স্ত্রীর কোনও শারীরিক সম্পর্ক ছিল না। ব♏র্ষাও পালটা অনুভবের বিরুদ্ধে অত্য়াচারের অভিযোগ করেছিলেন।
অনুভবের আইনজীবী ললিতেন্দু মিশ্র জানিয়েছেন, দাম্পত্য সম্পর্ককে অস্বীকার করাটা একটা নিষ্ঠুরতা।🐈 হাইকোর্ট এই ডিভোর্সের আবেদনকে মেনে নিয়েছে।
এদিকে অনুভব ও প্রিয়দর্শি✱নীর এই সম্পর্কের ভাঙন নিয়ে ওড়িশাতে চর্চা কিছু কম হয় না। তবে অবশেষে ডিভোর্স পেলেন অনুভব। এদিকে ওড়িয়ার পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রিরও পরিচিত নাম বর্ষা।