ভারতে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশ෴নের মিটিংয়ে অংশ নিচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বৃহস্পতিবার এনিয়ে তাদের দেশের যে কমিটমেন্ট তার কথা উল্লেখ করলেন তিনি। মিটিংয়ে যোগ দেওয়ার আগে একটি ভিডিয়ো বার্তায় তিনি এনিয়ে মুখ খুলেছেন।
তিনি জানিয়েছেন, আমি আজ ভারতে যাচ্ছি। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্সদের মিটিংয়ে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে আমি উপস্থিত থাকব। পাকিস্তানের জন্য এসসিও ঠিক কতটা গুরুত্বপূর𒊎্ণ সেটা আমার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। কতটা গুরুত্ব দিয়ে এই সদস্য়পদ নেওয়া হচ্ছে সেটা আমি জানাতে চাইছি। অন্যান্য বিদেশমন্ত্র🔜ীদের সঙ্গে আমি দ্বিপাক্ষিক আলোচনাও করতে চাইছি। তিনি আশা করছেন যাতে বন্ধু দেশগুলির সঙ্গে গঠনমূলক কিছু আলোচনা হয়।
এদিকে আজ ও কাল গোয়াতে এই এ🐻সসিও মিটিং হবে। চিনের কুইন গ্যাং এই মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন। এদিকে পাক বিদেশমন্ত্রী জারদারি এই মিটিং নিয়ে আগাম বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই মিটিংকে দ্বিপাক্ষিক বꦅন্ধন বলে দেখাটা ঠিক হবে না। তিনি জানিয়েছেন, আমরা এসসিও চার্টারের প্রতি দায়বদ্ধ। এই মিটিংকে একেবারেই দ্বিপাক্ষিক কোনও বিষয় হিসাবে ধরবেন না। এটাকে এসসিওর দিক থেকে বিবেচনা করবেন।
এদিকে এর আগে ২০১১ সালে শেষ বার পাকিস্তান থেকে তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানি এসেছিলেন ভারতে। তারপর থেকে কেউ✤ আর আসেননি। এবাღর ফের পাক বিদেশমন্ত্রী আসছেন ভারতে। তবে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনও মিটিং হওয়ার সেভাবে কোনও আশা নেই।
এদিꦛকে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরি🍨ফ এই এসসিও মিটিং নিয়ে টুইট করেছেন। ভারতে অনুষ্ঠিত এসসিও কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্সদের মিটিংয়ে অংশগ্রহণের মাধ্যমে এসসিও চার্টারের প্রতি আমাদের দায়বদ্ধতাই প্রকাশ পাচ্ছে।
তিনি লিখেছেন, এই রিজিয়নে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা ꦬআমরা প্রকাশ করছি।
এদিকে রাশিয়া ও মধ্য এশিয়ার চারটি দেশ কাজাখিস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, ও উজবেকিস্তান এই এসসিওতে রয়েছেꦗ। ভারত, চিনܫ পাকিস্তানও রয়েছে।