পাকিস্তানে মন্ত্রী রানা সানাউল্লাহ সোমবার জানিয়ে দিলেন ইন্টারন্যাশানাল মানিটারি ফান্ড ৬ বিলিয়ন ডলারের প্যাকেজটা এখনও দিচ্ছে না। পাশাপাশি তিনি জানিয়ে দেন, পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েছে। সেক্ষেত্রে সরকারকে কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেকারনেই আইএমএফের শর্তে রাজি হতে বাধ্য হতে হচ্ছে সরকারকে। সেক্ষেত্রে অর্থ দ্রুত ছেড়ে দেওয়ার জন্য়ও পাকি🌳স্তানের তরফে আবেদন করা হয়েছে।
এদিকে পাকিস্তান ঠিক করেছে আন্তর্জাতিক ক্ষেত্রে যারা ধার দেয় তাদের কাছ থেকে অন্তত ৫.৫ ট্রিলিয়ন পাকিস্তানি মুদ্রা ধার নিতে হবে। মূলত বিদেশের লোন মেটানো, বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য়ই এটা করবে পাকিস্তান। এমন খবর 🍃প্রকাশিত হয়েছে পাকিস্তানি সংবাদপত্র The Nation-এ।
এদিকে বার্ষিক বাজেটে শেহবাজ শরিফ সরকার ঘোষণা করেছিল তারা ৩.১৭ ট্রিলিয়ন আন্তর্জাতিক ক্ষেত্র থেকে ধার নেবে। এদিকে পাকিস্তানে ব্যবসায়ীদের একাংশ মনে করছেন সামাজিক ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হতে পারে পাকিস্তানে। সেকারনেই বিদেশি বিনিয়োগকারীরা পাকিস্তা🍬নে বিনিয়োগ🎉ে আর ভরসা পাচ্ছেন না।
ফেডেরেশন অফ পাকিস্তান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সহ সভাপতি সাকিব ফৈয়জ মাগুন জানিয়েছেন, আমাদের আর্থিক নীতির কোনও ধারাবাহিকতা নেই। অর্থনৈতিক ব্যাপার ও রাজনৈতিক ব্যাপার দেখার জন্য় আলাদা করে টিম থাকা দরকার। না হলে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগকারীদের ম💙ধ্যে প্রভাব পড়বে।