জম্মু ও কাশ্মীরের আরনিয়া সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করতে দেখা যায় পাকিস্তানকে। জম্মু সীমান্তের এই এলাকায় বিএসএফকে টার্গেট করে পাকিস্তান গোলা বার্ষণ শুরু করে বলে খবর। এরপরই ১.৪৫ মিনিট নাগাদ সীমান্তে দুই শিবিরের💦 মধ্যে ফ্ল্যাগ বৈঠক সম্পন্ন হয়। আর তা সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে খবর।
এদিন জানা গিয়েছে, লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের এক কুখ্যাত জঙ্গির মৃতদেহ পাকিস্তানের হাতে তুলে দেয় ভারত। এদিকে সেই খবরের পরই উঠে আসে পাকিস্তান সীমান্ত থেকে বিধি লঙ্ঘন করে ব্যাপক গোলাবর্ষণ। পরবর্তীকালে দুই শিবিরের বৈঠক হয়। ফ্ল্যাগ মিটিং সন্তোষজনক হয়েছে বলে জানান বিএসএফএর ডিআইজি এসপি এস সাধু। তিনি বলেন, ‘ কম্পানি কমান্ডার লেভেলের বৈঠক শেষ হয় সৌহার্দ্যপূর্ণ আবহে ১.৪৫ মিনিটে।’ দুই পক্ষই নিজেকে সংযত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গিয়েছে, যাতে আগামী দিনেও এই এলাকায় স্থিতাবস্থা জারি থাকে। জানা গিয়েছে, গতকালও পাকিস্তানের সীমান্ত থেকে পাক রেঞ্জার্সদের গোলাবর্ষণ শুরু হয়। তারপর সীমান্তে মঙ্গলবার সকালেও একই ছবি দেখা যায়। এরপরই ফ্ল্যাগ মিটিংএ অংশ নেয় দুই পক্ষ। 'ভারত বায়োটেক' -র ন্যাজাল ভ্যাকসিনের সুবি𓆉ধার দিক কোন🐓গুলি? একনজরে কিছু তথ্য
উল্লেখ্য, ফেব্রুয়ারির ২৫ তারিখে পাকিস্তান ও ভারত দুইপক্ষই সিদ্ধান্ত নেয় যে, এলওসির ৭৪৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন চুক্তি লঙ্ঘন করা যাবে না। এছাড়াও আন্তর্জাতিক সীমান্তের🐼 ২২১ কিলোমিটারের পর্যন্তও রয়েছে এই সীমান্ত। সেই সময় পাকিস্তানই প্রথম সাদা পতাকা দেখায়। এরপর ২০২২ সালে ৬ সেপ্টেম্বর পের গুলিবর্ষণের ঘটনায় নতুন করে বৈঠক হয়।