প্রবল আর্থিক বিপর্যয়ে পাকিস্তান। এদিকে, তার মাঝে সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যেখানে এক পাকিস্তানিকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানে যদি মোদী থাকতেন , তাহলে পাকিস্তানিরাও নির্দিষ্ট দামে জিনিস কিনতে ওপারবেন। ওই ভাইরাল ভিডিয়োয় ওই ব্যক্তিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধেও বলতেও শোনা যায়।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা যায়, পাকিস্তানের প্রাক্তন সাংবাদিক সানা আমজাব প্রশ্ন করছেন এক সাধারণ পাকিস্তানি নাগরিককে। প্রবল আর্থিক বিপর্যয়ে থাকা পাকিস্তানের এক স্থানীয়কে সানা প্রশ্ন করেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। প্রশ্ন তোলেন পাকিস্তানের রাস্তায় কেন স্লোগান উঠেছে ,' পাকিস্তান থেকে জীবিত থেকে পালাও। দরকারে ভারতে চলে যাও', নিয়ে? এই প্রশ্ন শুনেই, ওই ব্যক্তি তৎক্ষণাৎ বলেন, তাঁরও এখন মনে হচ্ছে যে, তিনি যদি পাকিস্তানে না জন্মাতেন, তাহলে ভালো হত। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়,'আমি ভাবি, পাকিস্তান যদি ভারত থেকে আলাদা না হত, তাহলে আমরা প্রতি কেজি টমাটো কিনতাম ২০ পাকিস্তানি মুদ্রায়, পেট্রোল নিতাম লিটার প্রতি ৫০ পাকিস্তানি মুদ্রায়।' পাকিস্তানের রাস্তায় দাঁড়িয়ে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এটা দুর্ভাগ্যজনক যে, আমরা একটা ইসলামিক দেশে আছি, যেখানে ভালোভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ’ এরপর একধাপ এগিয়ে ওই ভিডিয়োতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় যে, তিনি চান, আর কেউ নন, স্বয়ং মোদী যেন পাকিস্তানে শাসন করেন। ( ‘আমিও গোম🐼াংস খাই’, ভোটের আগে মেঘালয়ের বিজেপি প্রধান🅰ের বক্তব্যে শোরগোল)