পেটিএমের প্রধান নির্বাহী আধিকারিক বিজয় শেখর শর্মা এবং সংস্থার আধিকারিকরা নিয়ন্ত্রক সংস্থার উদ্বেগ নিরসনে পরবর্তী রোডম্যাপ নিয়ে আলোচনা করতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) সঙ্গে দেখা করেছেন বলে খবর। বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে ২৯ ফেব্রুয়ারির মধ্যে আমানত, ক্রেডিট পণ্য 𝐆এবং তার জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট সহ বেশিরভাগ ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। তারপরই আরবিআইয়ের সঙ্গে দেখা করার ব্যাপারে তৎপর হয় সংস্থা।
তবে আশার কথা এটাই যে ব্র্যান্ডের মালিকানাধীন ওয়ান৯৭ কমিউনিকেশনস লিমিটেডের শেয়ারগুলি তিন দিন ধরে ক্রমেই পড়ে যাচ্ছিল। তবে মঙ্গলবার সকালে তা ঘুরে দাঁড়িয়েছে। বাণিজ্যের দুর্বল সূচনা সত্ত্বেও বিএসইতে স্টকটি ৭.৭৯ শতাংশ লাফিয়ে ৪৭২.৫০ টাকায় দাঁড়িয়েছে। ༺এটি এনএসইতে ৭.৯৯ শতাংশ বেড়ে ৪৭৩.৫৫ টাকায় দাঁড়িয়েছে।
গত তিꦐন সেশনে, স্টকটি ৪২ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে, যার ফলে এর বাজাไর মূল্য থেকে ২০,৪৭১.২৫ কোটি টাকা মুছে গেছে। সোমবার ওয়ান৯৭ কমিউনিকেশনস লিমিটেডের শেয়ার তার নিম্ন সার্কিট সীমাতে পৌঁছেছিল।
পেটিএম-আরবিআই বৈঠকে কী আলোচনা হয়েছে?
একটি সꦜূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আরবিআইয়ের নিয়ন্ত্রক উদ্বেগ মোকাবিলার বিষয়ে আলোচনা চলছে এবং সংস্থাটি ২৯ ফেব্রুয়াꦑরির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে।
সূত্রের খবর, ൲কোনও প্রতিশ্রুতি না দিয়েই পেটিএমেরﷺ কথা শুনেছে আরবিআই। এদিকে রয়টার্স সূত্র মারফত জানতে পেরেছে পেটিএম-আরবিআইয়ের কাছ থেকে গোটা ঘটনার ব্যাখা চেয়েছে।
এদিকে পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা সম্প্রতি কর্মীদের কাছেও তাঁর বার্তা দিয়েছেন। তিনি কর্মীদের আশ্বস্ত করেছেন, কোথাও কোনও ছাঁটাইꦺ হবে না। কারণ কোম্পানির তার মতো করে♕ লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডকে (পিপিবিএল) প্রায় সমস্ত বড় ব্যাংকিং পরিষেবা - আমানত গ্রহণ, FASTag এবং ক্রেডিট লেনদেন সরবরাহ করতে নিষেধ করার পরেও সংস্থাটি লড়াই চালিয়ে যাচ্ছে।
আপনি পেটিএম পরিবারের একটি অংশ, এবং চিন্তার কিছু নেই। অনেক ব্যাংক আমাদের সহায়তা করছে, পেটিএম পেমেন্ট ♏ব্যাংক লিমিটেডের (পিপিবিএল) কর্মীদের সঙ্গে ভার্চুয়াল টাউন হলে বিজয় শেখর শর্মা একথা জানিয়েছেন। কোম্পানির প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) ভবেশ গুপ্ত এবং পিপিবিএলের সিইও সুরিন্দর চাওলা ওই টাউনহল মিটিংয়ে যোগ দিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমরা বি♏ষয়গুলো সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নই। ঠিক কী ভুল হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। তবে আমরা শিগগি⛄রই সবকিছু ঠিক করে ফেলব। আমরা আরবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে দেখব কী করা যায়।