লাখ-লাখ পেনশনভোগীᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚদের স্বস্তির খবর দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। এবার থেকে বছরের যে কোনও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন এমপ্লয়িজ পেনশন স্কিম (ইপিএস) ৯৫-র উপভোক্তারা। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার এক বছর পর্যন্ত তা বৈধ থাকবে।
অনলাইনে কোথায় কোথায় লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে? (Where to digitally submit Employees’ Pension Scheme 95 Life Certificate?)
১) পেনশন প্রদানকারী ব্যাঙ্ক।
২) কমন সার্ভিস সেন্টার।
৩) ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক/ডাকঘ෴র/পোস্টম্যানের কাছে꧂ সেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে।
৪) উমাঙ্গ অ্যাপ।
৫) নিকটবর্তী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) অফিসেও লাইফ সার্টিফিকেট জౠমা দিতে পারবেন𝄹 উপভোক্তারা।
লাইফ সার্টিফিকেট জমা দিতে কী কী লাগবে (Documents for submitting Employees’ Pension Scheme 95 Life Certificate)
১) পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) নম্বর।
২) আধার নম্বর।
৩) ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।
৪) আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর।
আরও পড়ুন: Pension News: বড় স্বস্তি পেনশনভোগীদের, বিশাল সুযোগ দিচ🔴্ছে কেন্দ্র, হাতের মুঠোয় এল সবকিছু
কতদিন বৈধ থাকবে লাইফ সার্টিফিকেট?
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনেরꦜ (ইপিএফও) তরফে জানানো হয়েছে, এমপ্লয়িজ পেনশন স্কিম (ইপিএস) ৯৫-র উপভোক্তারা যেদিন লাইফ সার্টিফিকেট জমা দেবেন, সেদিন থেকে এক বছর পর্যন্ত বৈধ থাকবে।