ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে ক্রেতারা স্বাভাবিকভাবেই হ্রাস টানতে চাইছে ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে। সাম্প্রতিক সমীক্ষা বলছে চাহিদা কমায় বিক্রি কমেছে বর্তমান সময়ের অন্যতম ভোগ্য পণ্য স্মার্ট টিভি’র। এটি মূলত আমদানি করা হয় বিদেশ থেকে। রিসার্চ রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছ’মাসে দেশে স্মার্ট টিভির আমদানি কমেছে পাঁচ শতাংশের কাছাকাছি। চাহিদা কমাতেই আমদানি কমানো হয়েছে। সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে, আগামী ছয় মাসেও এই স্মার্ট টিভির চাহিদা খুব বেশি বৃদ্ধি হবে না বরং, তা কমারই সম্ভাবনা রয়েছে। কিছু ভোগ্যপণ্য যেমন, গাড়ি কিংবা বড় বড় সাইজের টিভির চাহিদা বাড়ছে ঠিকই। কিন্তু, জরুরি পণ্য ছাড়া ভোগ্যপণ্য ক্রয়ের জন্য সাধারণ মানুষের হাতে বিশেষ পুঁজি নেই। আর এ’কারণেই কমছে ভোগ্যপণ্যের বিক্রি।সংশ্লিষ্ট মহল মনে করছে, বিনোদনের দুনিয়ায় ক্রমশ মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে ওটিটি প্লাটফর্ম। আর এই কারণেই সাধারণ টিভির বদলে আজকের প্রজন্ম ঝুঁকেছে স্মার্ট টিভির দিকে। স্মার্ট টিভিতে একাধারে টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও ইউটিউব কিংবা অন্যান্য ওটিটি প্লাটফর্মগুলির পরিষেবা পাওয়া যায়। আজকের সময় ওটিটি প্লাটফর্মগুলিতেই শহরাঞ্চলের অধিকাংশ মানুষ সিনেমা, সিরিয়াল কিংবা বিভিন্ন টিভি সিরিজ দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে। ক্রেতাদের জন্য সুখবর, এই স্মার্ট টিভিগুলির দাম বর্তমানে কিছুটা কমেছে। কারণ চাহিদার তুলনায় জোগান খানিকটা হলেও বেশি।করোনা অতিমারির পর দেশের অর্থনীতি অনেকটাই মাথা তুলে দাঁড়িয়েছে, এমন দাবি অনেক অর্থনীতিবিদ করলেও বর্তমানে বিভিন্ন ভোগ্য পণ্য কেনার প্রতি মানুষের অনীহা প্রশ্ন তুলছে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা নিয়ে। বর্তমানে ভারতের ৭ শতাংশের অধিক মানুষ বেকারত্বের শিকার এবং বহু মানুষেরই আয় গড়ে ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা। কাউন্টার পয়েন্টের হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতে আমদানি হওয়া অধিকাংশ টেলিভিশনগুলি স্মার্ট টেলিভিশন। বর্তমান বছরে এই স্মার্ট টিভিগুলির আমদানি কমার কারণ হিসাবে তাদের বক্তব্য, ‘চড়া মূল্যবৃদ্ধিই এর মূল কারণ যা মানুষকে অত্যাবশক পণ্য কেনায় সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছে।’তবে এক অংশের হাতে অর্থের প্রাচুর্যও বেড়েছে। ফলে গত বছরের তুলনায় দামি স্মার্ট টিভির চাহিদাও বেড়েছে ১৮ শতাংশ। রিপোর্টে আরও দাবি করা হচ্ছে, অনেক সংস্থা এখন ভারতেই স্মার্ট টিভি তৈরি করে। ফলে ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে লগ্নি করছে দেশীয় কোম্পানিগুলি। তবে আগামী উৎসবের মরশুমে স্মার্ট টিভি বিক্রির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।